TRENDING:

Malda News: পরিশ্রুত পানীয় জল ও রাস্তার দাবিতে জেলা প্রশাসনিক ভবনের সামনে অভিনব বিক্ষোভ!

Last Updated:

পরিশ্রুত পানীয় জল ও রাস্তার দাবিতে মালদহ জেলা প্রশাসনিক ভবনের সামনে হাড়ি, কলসি নিয়ে অবস্থান বিক্ষোভ গ্রামের বাসিন্দাদের। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : পরিশ্রুত পানীয় জল ও রাস্তার দাবিতে মালদহ জেলা প্রশাসনিক ভবনের সামনে হাড়ি, কলসি নিয়ে অবস্থান বিক্ষোভ গ্রামের বাসিন্দাদের। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। ইংরেজবাজার ও কালিয়াচক ব্লকের একাধিক গ্রামের বাসিন্দা এই অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন তাদের ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে জেলা প্রশাসনিক ভবন চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। মালদহের কালিয়াচক এক নম্বর ব্লকের জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের কদমতলা,মল্লিকপাড়া ও জালুয়াবাথাল গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা।
advertisement

পাশাপাশি গ্রামে যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষার মরশুমে বেহাল রাস্তায় জমে চরম ভোগান্তির শিকার এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ। এমনকি গ্রামে পরিশ্রুত পানীয় জল পরিষেবা না থাকায় সমস্যায় বাসিন্দারা। বাধ্যহয়ে আয়রন যুক্ত নলকূপের জল খেতে হচ্ছে। পাশাপাশি ইংরেজবাজার ব্লকের কাজী গ্রাম পঞ্চায়েতের ৫২ বিঘা বাগবাড়ি গ্রামের দীর্ঘদিন ধরে পরিশ্রুত পানীয় জলের সমস্যা।

advertisement

আরও পড়ুনঃ কারখানার লাইসেন্স নিয়ে সিঙ্গেল উইন্ডো নীতি চালুর আবেদন ব্যবসায়ীদের

পরিশ্রুত পানীয় জল পরিষেবা না মেলায় গ্রামের বাসিন্দারা অধিকাংশই নলকূপের জল পান করছেন। বারবার স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনকে জানিও কোন সমস্যার সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে কালিয়াচক ইংরেজবাজার এই দুই ব্লকের সমস্যায় থাকা গ্রামের বাসিন্দারা যৌথভাবে জেলা শাসকের কাছে একটি ডেপুটেশন দিতে আসে। মঙ্গলবার যৌথ এই ডেপুটেশন কর্মসূচি কে ঘিরে জেলা প্রশাসনিক ভবনের সামনে ব্যাপক চাঞ্চলা ছাড়াই।

advertisement

View More

আরও পড়ুনঃ প্রথমবার ন্যাশনাল ম্যাথামেটিক্স কনভেনশনে অংশগ্রহণ, তাতেই দুর্দান্ত ফল!

কলসী হাড়ি নিয়ে বিক্ষোভে বসেন গ্রামের বাসিন্দারা। প্রায় এক ঘন্টা ধরে চলে তাদের অবস্থান-বিক্ষোভ। তারপর জেলা শাসকের হাতে তাদের ডেপুটেশন পত্রটি তুলে দেয়। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের নামার হুমকি দিয়েছেন সমস্যায় থাকা গ্রামের বাসিন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উখড়াবাসীদের জন্য সুখবর,তৈরি হতে চলেছে বহু অপেক্ষিত রোড ওভারব্রিজ!দূর হবে রেল গেট যন্ত্রণা
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: পরিশ্রুত পানীয় জল ও রাস্তার দাবিতে জেলা প্রশাসনিক ভবনের সামনে অভিনব বিক্ষোভ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল