Malda News: প্রথমবার ন্যাশনাল ম্যাথামেটিক্স কনভেনশনে অংশগ্রহণ, তাতেই দুর্দান্ত ফল!

Last Updated:

তাৎক্ষণিক বক্তব্য ও ক্যুইজ প্রতিযোগিতায় প্রথম , ম্যাথ পোয়েট্রিতে তৃতীয় শোভানগর হাই স্কুল। ন্যাশনাল ম্যাথামেটিক্স কনভেনশনে এই প্রথম অংশগ্রহন করে ভাল সাফল্য পেল মালদহের শোভানগর হাইস্কুল।

#মালদহ : তাৎক্ষণিক বক্তব্য ও ক্যুইজ প্রতিযোগিতায় প্রথম , ম্যাথ পোয়েট্রিতে তৃতীয় শোভানগর হাই স্কুল। ন্যাশনাল ম্যাথামেটিক্স কনভেনশনে এই প্রথম অংশগ্রহন করে ভাল সাফল্য পেল মালদহের শোভানগর হাইস্কুল। জাতীয় স্তরের এই প্রতিযোগীতায় তিনটি বিভাগে পুরস্কার জিতেছে স্কুলের পড়ুয়ারা। ১৬ তম ন্যাশনাল ম্যাথামেটিক্স কনভেনশনে পশ্চিমবঙ্গের হয়ে মালদহে শোভানগর হাইস্কুল একমাত্র অংশগ্রহণ করেছিল। উত্তরপ্রদেশের প্রতাপগড়ে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ২৬ টি রাজ্যের স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করে।
অল ইন্ডিয়া রামানুজন ম্যাথ ক্লাব ন্যাশনাল কাউন্সিল অব টিচার সায়েনটিস্ট এর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলে জাতীয় স্তরের এই প্রতিযোগীতা। উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুপার থার্টির আনন্দ কুমার। এছাড়া দেশের বিজ্ঞানী, শিক্ষক, ক্যারিয়ার কাউন্সিলর, ফিজিক্স ওয়ালা, খান স্যার সহ গুগল বয়, গুগল গার্ল সহ মেন্টর এছাড়াও বিভিন্ন স্তরের বিশিষ্টতা উপস্থিত ছিলেন।
advertisement
আরও পড়ুনঃ বৃষ্টির জমা জলে ঘরবন্দি গোটা গ্রাম! চরম সমস্যায় গ্রামবাসীরা
জাতীয় স্তরের এমন বিশাল মঞ্চে মালদহের ছাত্র ছাত্রীদের কাছে এক বিরাট সুযোগ। তাৎক্ষণিক বক্তব্য প্রতিযোগিতায় শোভানগর হাইস্কুলের সহ শিক্ষক সোমনাথ চ্যাটার্জি প্রথম স্থান অধিকার করেছেন। এছাড়াও নবম শ্রেণীর পড়ুয়া মাহিরুজ্জামান দলগত ক্যুইজ প্রতিযোগিতায় প্রথম মিসবাউল হক তৃতীয় হয়েছে। ম্যাথ পোয়েট্রিতে প্রতিযোগিতায় মাহিরুজ্জামান তৃতীয় স্থান অধিকার করেছে। পড়ুয়াদের এমন সাফল্যে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকেরা। জাতীয় স্তরের প্রতিযোগিতায় এই প্রথম এমন সাফল্য শোভানগর হাই স্কুলের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জরুরী পরিষেবায় নবজাগরণ, এবার মালদহ মেডিকেলে চালু এমার্জেন্সি মেডিসিন
স্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী দাস বলেন, এই প্রথম আমাদের স্কুলের পড়ুয়াড়া জাতীয় স্তরের এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তাদের সাফল্যে আমরা খুব গর্বিত। আগামীতে তারা আরো ভালো ফল করবে এই আশা আমি করছি। শুধু স্কুল বা জেলা নয় গোটা রাজ্যের হয়ে আমাদের স্কুল অংশগ্রহণ করেছিল জাতীয় স্তরের এই প্রতিযোগিতায়। এই সাফল্য আগামীতে উৎসাহিত করবে পড়ুয়াদের।
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: প্রথমবার ন্যাশনাল ম্যাথামেটিক্স কনভেনশনে অংশগ্রহণ, তাতেই দুর্দান্ত ফল!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement