এতটাই খারাপ রাস্তার অবস্থা প্রায় হাঁটু সমান কাদা জল জমে থাকছে সব সময়। চলাচলের অযোগ্য রাস্তা। বাইক বা সাইকেল নিয়ে যেতে গিয়ে পড়ে যাচ্ছে মানুষজন। ওই রাস্তা দিয়ে স্কুল যেতে সমস্যার মুখে পড়ছে এলাকার খুদে পড়ুয়ারা। এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে আরো বিপাকে পড়তে হচ্ছে। কারণ রাস্তা দিয়ে আসতে চাইছে না অ্যাম্বুলেন্স। ফলে অসুস্থ রোগীকে খাটে করে নিয়ে রাস্তা পার করতে হচ্ছে।বহু বছর ধরে এরকম অবস্থা রাস্তার।
advertisement
আরও পড়ুনঃ ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুল দান করলেন নবম শ্রেণির ছাত্রী
এদিকে ২০১৮ সাল থেকে সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় রয়েছে শাসকদল। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েছে গ্রামবাসীরা। পঞ্চায়েত ভোটের আগে রাস্তা মেরামতির আশ্বাস দেন স্থানীয় জন প্রতিনিধিরা। ভোট পেরিয়ে গেলে রাস্তা আর মেরামতি হয়নি।
আরও পড়ুনঃ করম পরবে পূর্ণাঙ্গ ছুটির দাবি আদিবাসী সম্প্রদায়ের
এমনকি গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধানকে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় না, বলে তিনি রাস্তা ঠিক করার ব্যাপারে কর্ণপাত করছেন না। হরিশ্চন্দ্রপুর ২ বিডিও বিজয় গিরি বলেন আমরা শুনেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি। খোঁজখবর নিয়ে সেই রাস্তার কাজ দ্রুত করা হবে।
Harashit Singha





