Malda: করম পরবে পূর্ণাঙ্গ ছুটির দাবি আদিবাসী সম্প্রদায়ের

Last Updated:

করম পরবে পূর্ণাঙ্গ ছুটির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন আদিবাসী সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ।

#মালদহ : করম পরবে পূর্ণাঙ্গ ছুটির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন আদিবাসী সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ। শনিবার বেলা ১০ টা নাগাদ মালদহের হবিবপুর থানার তালপুকুর এলাকায় মালদহ- নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন আদিবাসী কুড়মি সমাজের মানুষেরা। রাজ্য সড়ক অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হবিবপুর থানার পুলিশ। আদিবাসী কুড়মি সমাজের কর্মীদের অভিযোগ, করম পরবে এক সময় পূর্ণাঙ্গ ছুটির ঘোষণা করেছিল সরকারী ভাবে। তবে বর্তমানে সরকার করম পরবে শুধুমাত্র কুড়মি সম্প্রদায়ের সরকারি কর্মীদের জন্য ছুটি ঘোষণা করেছে।
তাদের দাবি করম পরবে পূর্ণাঙ্গ ছুটি দিতে হবে এবং এসটি করতে হবে। উল্লেখ্য রাজ্য সরকার ছুটি ঘোষণা করলেও তাদের করম পরবে জন্য পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা থেকে বঞ্চিত করা হয়েছে। এইসব দাবি-দাওয়া জানিয়ে মূখ্যমন্ত্রী কাছে দাবি জানিয়েন বিক্ষোভকারীরা। প্রশাসন ও মুখ্যমন্ত্রীর কাছে তাদের বার্তা পৌছাতেই এদিনের এই পথ অবরোধ কর্মসূচি।
আরও পড়ুনঃ পতিত জমিতে ডালশস্য চাষের পরামর্শ কৃষি দফতরের
প্রায় এক ঘন্টা মালদহ নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কুড়মি সামাজের কর্মীরা। হবিবপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতিতে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। কুড়মি সমাজের জেলা সম্পাদক স্বপন মাহাতো বলেন, করম পরবে আগে সরকারি পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এবার সেই ছুটি বাতিল করেছে সরকার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ২০ বছরেও তৈরি হয়নি গ্রামের রাস্তা! ক্ষোভ এলাকাবাসীদের
পূর্ণাঙ্গ ছুটির পরিবর্তে শুধুমাত্র কুড়মি সমাজের সরকারি কর্মীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা করম পুজোয় পূর্ণাঙ্গ ছুটির দাবী জানাচ্ছি। সেই দাবিতে আমরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি। অবরোধ বিক্ষোভের মাধ্যমে আমরা আমাদের দাবি প্রশাসনের কাছে পৌছাতে চাই। যতক্ষণ না আমাদের এই দাবি প্রশাসন মানবে আমরা আন্দোলন চালিয়ে যাব। আগামীতেও এই ধরনের আন্দোলন আমাদের হবে।
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: করম পরবে পূর্ণাঙ্গ ছুটির দাবি আদিবাসী সম্প্রদায়ের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement