Malda: ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য চুল দান করলেন নবম শ্রেণির ছাত্রী
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
চুল মানুষের সৌন্দর্যের প্রতীক। বিশেষ করে মহিলাদের মাথার চুল সৌন্দর্য বহন করে। ক্যানসারে আক্রান্ত হয়ে বহু মহিলা তাদের মাথার চুল হারিয়েছেন।
#মালদহ : চুল মানুষের সৌন্দর্যের প্রতীক। বিশেষ করে মহিলাদের মাথার চুল সৌন্দর্য বহন করে। ক্যানসারে আক্রান্ত হয়ে বহু মহিলা তাদের মাথার চুল হারিয়েছেন। চুল পড়ে পড়ে যাওয়াই সৌন্দর্য নষ্ট হয়েছে। সোশ্যাল মাধ্যমে এই বিষয়টি দেখে খুব খারাপ লেগেছে মালদহের নবম শ্রেণীর স্কুল ছাত্রী মেঘনা মুখার্জির। ক্যানসার আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়াতে নিজের উদ্যোগে কিছু সহযোগিতার চেষ্টা করে নবম শ্রেণীর ছাত্রী মেঘনা। নিজের চুল দান করে তাদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা করে। তাঁর এই মহান কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেয় পরিবারের লোকেরা। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ক্যানসার আক্রান্তদের জন্য নিজের চুল দান করলেন নবম শ্রেণীর ছাত্রী।
advertisement
নিজের মাথার চুল কেটে ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ালেন স্কুল ছাত্রী। মেঘনা মুখার্জি ক্লাস নবম শ্রেণীর ছাত্রী। ইংরেজবাজার শহরের চিন্তামণি চমৎকার গালর্স হাই স্কুলের ছাত্রী। তার বাবা সুবীর মুখার্জি তুলসিহাট্টার ব্যাঙ্ক ম্যানেজার পদে কর্মরত। মা শম্পা মুখার্জি গৃহবধূ। ইংরেজবাজার শহরের মহেশমাটি এলাকায় বাসিন্দা। বেশ কিছু দিন ধরেই চুল দানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মেঘনা। এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ হয়।
advertisement
তাদের মাধ্যমে ক্যানসার আক্রান্তদের জন্য চুল দানের প্রচেষ্টা সফল হয়। স্কুল ছাত্রী মেঘনা তার চুলের ১২ ইঞ্চি কেটে স্বেচ্ছাসেবী সংস্থার ক্যাম্পে দান করলেন। ওই স্বেচ্ছাসেবী সংস্থা দীর্ঘদিন ধরেই ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য কাজ করছে। শনিবার দুপুরে ইংরেজবাজার শহরের একটি মহিলা সেলুনে গিয়ে স্কুল ছাত্রী তার চুল কাটেন। সঙ্গে ছিলেন তার মা শম্পা মুখার্জি।
advertisement
ছাত্রী মেঘনা মুখার্জী জানান দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত রোগীদের দুঃখ দুর্দশা কথা ভেবেছি । তার পর থেকেই চুল দানের সিদ্ধান্ত নিয়েছি । চুল দান করে খুব ভালো লাগছে। আমি চাই আমার মত আগামী দিনে যুবসমাজ ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াক।
advertisement
Harashit Singha
view commentsLocation :
First Published :
September 05, 2022 7:43 PM IST
