পুরাতন মালদাহের সাহাপুর পঞ্চায়েতের ছাতিয়ান মোড় জনবহুল এলাকা। ঘনবসতি থাকার জন্য এই এলাকায় বৃষ্টির জল নিকাশ করার জন্য ড্রেন তৈরি করা হয়েছিল পঞ্চায়েতের উদ্যোগে। তবে দীর্ঘদিন সেই নিকাশী নালার কোন সংস্কার করা হয়নি। তারি জেরে বর্তমানে বেহাল দশা। দীর্ঘদিন ধরে বৃষ্টির জল জমে থাকায় একদিকে যেমন দুর্গন্ধে ভরে যাচ্ছে চারদিক পাশাপাশি বাড়ছে মশা, মাছি সহ বিভিন্ন কীট পতঙ্গের উপদ্রব।
advertisement
আরও পড়ুনঃ প্রসূতি বিভাগে রোগীর চাপ! মালদহ মেডিকেলে বাড়ল ২০০টি বেড
মশা, মাছি থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়ানোর আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। এমনকি নোংরা জল থেকেও বিভিন্ন জলবাহিত রোগের ও আশঙ্কা রয়েছে। জমা জল রাস্তার উপর ছড়িয়ে পড়ায় সেখান দিয়ে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে। এলাকার খুদে বাচ্চারা সেই জলের উপর দিয়েই যাতায়াত করে। রোগ জীবাণু ছাড়ার আশঙ্কা নিয়েই থাকতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। বৃষ্টি হলেই জল জমে যায়। চলতি মরশুমে মালদহের বৃষ্টিপাতের পরিমাণ খুব সামান্য। তারপরেও দিনের পর দিন জল জমে থাকছে ছাতিয়ান মোড় বিস্তীর্ণ এলাকা জুড়ে।
আরও পড়ুনঃ রাজ্যের সেরা রেশম সুতো উৎপাদকের পুরস্কার কালিয়াচকের আনসারুলের
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন এভাবে বাস করা যায় না৷ বৃষ্টি শুরু হতেই এলাকায় জল জমেছে৷ রাস্তার জল ঘরে ঢুকে পড়ছে৷ দোকানেও জল উঠছে৷ ঘর থেকে বেরোনোই দায়৷ পঞ্চায়েত প্রধানকে অনেকবার সমস্যার কথা জানিয়েছি৷ ড্রেন সাফ করার আবেদন করেছি৷ এক বছর ধরে ড্রেন পরিষ্কার করা হয়নি৷ কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনও কাজ হবে না৷ পঞ্চায়েতের অসহযোগিতাতেই আমাদের এভাবে থাকতে হচ্ছে৷ অথচ ড্রেন সাফাই করলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
Harashit Singha





