Malda: রাজ্যের সেরা রেশম সুতো উৎপাদকের পুরস্কার কালিয়াচকের আনসারুলের
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
রাজ্যের সেরা রেশম সুতো উৎপাদক হিসাবে পুরস্কার পেতে চলেছেন কালিয়াচকের মহম্মদ আনসারুল শেখ৷ ক্রমশ হারিয়ে যাচ্ছে মালদহের রেশম চাষ।
#মালদহ : রাজ্যের সেরা রেশম সুতো উৎপাদক হিসাবে পুরস্কার পেতে চলেছেন কালিয়াচকের মহম্মদ আনসারুল শেখ৷ ক্রমশ হারিয়ে যাচ্ছে মালদহের রেশম চাষ। প্রশাসনের তরফ থেকে রেশম চাষকে বাঁচাতে চাষীদের প্রশিক্ষণ থেকে শুরু করে প্রকল্পের মাধ্যমে রেশম চাষের সামগ্রী বিলি করা হচ্ছে। তবে জেলার রেশম চাষী রাজ্যের সেরা শিরোপা পেলে অন্যান্য কৃষকদের মধ্যেও রেশন চাষে আরও বেশি আগ্রহ বাড়বে বলে মনে করছেন জেলা রেশম দফতরের কর্তারা। আগামী ২০ সেপ্টেম্বর দিল্লির বিজ্ঞান ভবনে তাঁকে পুরস্কৃত করা হবে৷ মালদহের কালিয়াচক - ১ নম্বর ব্লকের শেরশাহী বোসনিটোলার বাসিন্দা আনসারুল সাহেব৷
advertisement
তাঁরা কয়েক প্রজন্ম ধরেই রেশম চাষ করে আসছেন।১৯৯১ সাল থেকে রেশম সুতো তৈরির কাজ করে আসছেন বাড়িতে৷ প্রথমে প্রথাগত মেশিনেই রেশম কাটাই করে সুতো তৈরি হত। পরবর্তীতে জেলা রেশম দফতরের সহযোগিতায় ভালো মানের সুতো তৈরি করতে সক্ষম হন। সেই সুতো রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্রি করেন৷ বর্তমানে বাজারে চিনা রেশম সুতোর চাহিদা বেশি। সেই সুতোর সাথে দেশিয় রেশম সুতো পাল্লা দিতে পারছে না। তবে দেশি সুতোর চাহিদা এখনো রয়েছে বাজারে।মালদহের রেশম চাষের সুনাম রয়েছে।
advertisement
এমনকি রাজ্যের মধ্যে মালদাতেই সবচেয়ে বেশি রেশম চাষ ও সুতো তৈরি হয়৷ বিশেষ করে মালদহের কালিয়াচক তিনটি ব্লক, ইংরেজবাজার পুরাতন মালদহ ও মানিকচক ব্লকে সবচেয়ে বেশি রেশম চাষ হবে। তবে বর্তমানে চাষের জমির পরিমাণের সংখ্যা অনেক কমে এসেছে। দু’দশক আগেও মালদহে রেশম সুতো উৎপাদনের উন্নত পরিকাঠামো ছিল না৷ রেশম সুতো উৎপাদনের মান বৃদ্ধিতে জেলা রেশম দফতরের তৎকালীন আধিকারিকেরা পরিকল্পনা গ্রহণ করেন৷
advertisement
সুতো উৎপাদকদের পাশে দাঁড়ায় রাজ্য সরকারও৷ সরকারের তরফে রেশম কাটাই শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনকে উন্নত মেশিন এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হয়৷ তারই ফল মিলছে এখন৷ এই এলাকার উৎপাদিত রেশম সুতোর চাহিদা দিন দিন বাড়ছে৷ আনসারুল সাহেবের পুরস্কার প্রাপ্তি জেলার রেশমচাষি, সুতো উৎপাদক সহ এই শিল্পের সঙ্গে জড়িত সবাইকেই উৎসাহিত করবে বলে আশা করছে প্রশাসন৷
advertisement
Harashit Singha
view commentsLocation :
First Published :
September 08, 2022 6:27 PM IST