Malda: প্রসূতি বিভাগে রোগীর চাপ! মালদহ মেডিকেলে বাড়ল ২০০টি বেড

Last Updated:

প্রসূতি রোগী ভর্তির সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা ভবনে। বেডের থেকে বেশি রোগী ভর্তি থাকছে।

+
title=

#মালদহ : প্রসূতি রোগী ভর্তির সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা ভবনে। বেডের থেকে বেশি রোগী ভর্তি থাকছে। ফলে একটি বেডে দুই জন করে রোগী রাখছে মেডিকেল কতৃপক্ষ। উপায় নেই তাই কষ্ট করেই থাকতে হচ্ছে প্রসূতিদের। এমনি সন্তান প্রসব করার পরেও একটি বেডে একাধিক জনকে রাখা হচ্ছে। দুই জন মা ও দুই জন সদ্যোজাত একটি বেডে থাকছে বলে অভিযোগ তুলেছেন চিকিৎসাধীন প্রসূতিদের আত্মীয় পরিজনেরা।দীর্ঘদিন ধরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমায় রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রসূতিদের জন্য সম্পূর্ণ আলাদা বিভাগ তৈরি করা হয়েছে। চারতালা মাতৃমা ভবন তৈরি করা হয়েছে, প্রসূতি ও শিশুদের চিকিৎসার জন্য।
 
 
advertisement
মাতৃমা ভবনে প্রসূতি বিভাগে বর্তমানে ১৬৫টি বেড রয়েছে। প্রতিদিন গড়ে ৫৫ থেকে ৬০ জন প্রসূতি ভর্তি হচ্ছেন প্রসব যন্ত্রণা নিয়ে। অতিরিক্ত প্রসূতি ভর্তি হওয়ার জেরেই বেডের সমস্যা দেখা দিচ্ছে মাতৃমা বিভাগে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মাতৃমা ভবনে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে, জায়গা কম থাকায় এমন সমস্যা তৈরি হয়েছে। তাই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে মাতৃমা ভবন আরো তিন তলা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।
advertisement
 
ইতিমধ্যে মাতৃমা ভবন বৃদ্ধির জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে আবেদন জানানো হয়েছে। আরো নতুন তিন তলা ভবন সহ প্রসূতি বিভাগে ২০০ টি নতুন বেড চালুর আবেদন জানিয়েছে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র মালদহ জেলা নয়, গৌড়বঙ্গের আরও দুই জেলা উত্তর দক্ষিণ দিনাজপুর সহ মুর্শিদাবাদ জেলার একাংশের রোগীরা এখানে চিকিৎসা পরিষেবার জন্য আসেন।
advertisement
 
শুধু তাই নয় পার্শ্ববর্তী বিয়ার ঝাড়খণ্ডের প্রচুর রোগী মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে উপর নির্ভরশীল। এমনকি বাংলাদেশের রোগীরাও এখানে চিকিৎসা পরিষেবার জন্য আসেন। বিভিন্ন দিক থেকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী আশায় এখানে ভিড় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এমনটাই দাবি কর্তৃপক্ষের। তবে সকলকে সঠিক পরিষেবা দিতে ইতিমধ্যে মালদাও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মাতৃমাভবন বৃদ্ধের বেড বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী দিনে মাতৃমা ভবনে প্রসূতি বিভাগে আরও ২০০ টি বেড বাড়তে চলেছে। এতে চিকিৎসা পরিষেবা নিতে অনেকটাই সুবিধা হবে সাধারণ রোগীদের।
advertisement
 
 
 
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: প্রসূতি বিভাগে রোগীর চাপ! মালদহ মেডিকেলে বাড়ল ২০০টি বেড
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement