গ্রামবাসীদের অভিযোগ বর্তমান রাজ্যের শাসক দল বিগত ১০ বছরে পঞ্চায়েতে কোন উন্নয়ন করেননি। তাই মনোনয়নের শেষদিনে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এমনকি জেলা পরিষদ স্তরে নির্দল হিসেবে মনোনয়নপত্র পেশ করলেন বিক্ষুদ্ধ গ্রামবাসীরা। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ পঞ্চায়েতের ঘটনা। বাসিন্দারা গ্রামের উন্নয়ন চাই। তাই আর কোন রাজনৈতিক দলের প্রার্থীদের ওপর ভরসা না করে নিজেরাই প্রার্থী দাঁড় করালেন ভোটে।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের মুখেই ভাঙন তৃণমূলে! মালদহে শাসকদলকে বড় ধাক্কা বিজেপির
নির্দল প্রতীকে লড়বে এই প্রার্থীরা। ১০ নং জেলা পরিষদ আসনে মাসুমা বিবি, হরিশ্চন্দ্রপুর ১নং পঞ্চায়েত সমিতি ৮ নং আসন থেকে ইমরান আলি ও রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মুড়াগাছি ৬৬ নং বুথ থেকে সঞ্জু দাস মনোনয়নপত্র জমা করেন।
আরও পড়ুন: ভোটে হিংসা হানাহানি বন্ধ হোক, সচেতনতায় কবিতা লিখলেন মুদি দোকানী
হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ অঞ্চলের রনিয়াবাড়ি গ্রামে রাস্তা এবং পানীয় জলের দাবি দীর্ঘদিনের। গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক দফতরে বহুবার দরবার করেছেন গ্রামবাসীরা। কিন্তু জুটেছে কেবল প্রতিশ্রুতি । ভোট বয়কটের ডাক দিয়েছিলেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। তাই এবার নিজেরাই পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এমনকি জেলা পরিষদ স্তরে নির্দল হিসেবে মনোনয়নপত্র পেশ করলেন।
গ্রাম পঞ্চায়েত আসনে মনোনয়ন করা নির্দল প্রার্থী সঞ্জু দাস বলেন, তাদের ভোটে জিতে এই এলাকার কোন উন্নয়ন করেননি জন প্রতিনিধিরা। তাই এমন সিদ্ধান্ত। আমরা গ্রামবাসীরা মিলিত হয়ে পঞ্চায়েত ভোটে লড়াই করব। জিতলে আমরা আমাদের গ্রামের উন্নয়ন নিজেরাই করতে পারব।
হরষিত সিংহ