Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের মুখেই ভাঙন তৃণমূলে! মালদহে শাসকদলকে বড় ধাক্কা বিজেপির
- Published by:Sayani Rana
- local18
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
মালদহের মালতিপুর বিধানসভার গৌড়হন্ড পঞ্চায়েতের প্রধান ডলি মন্ডল ও উপপ্রধান পঞ্চানন দাস তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। পঞ্চায়েত ভোটের মুখে মালদহে শাসকদলকে বড় ধাক্কা বিজেপির।
মালদহ: মালদহে জেলা সভাপতির গড়ে তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের। মালদহের মালতিপুর বিধানসভার গৌড়হন্ড পঞ্চায়েতের প্রধান ডলি মন্ডল ও উপপ্রধান পঞ্চানন দাস তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। পঞ্চায়েত ভোটের মুখে মালদহে শাসকদলকে বড় ধাক্কা বিজেপির। তৃণমূলের টাকার বিনিময়ে টিকিট দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে দলত্যাগ দলেরই ক্ষমতাসীন প্রধান ও উপপ্রধানের। যদিও প্রার্থী হওয়ার প্রলোভনে দলত্যাগ বলে পাল্টা দাবি শাসক তৃণমূলের।
পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়া চলার মাঝেই মালদহে তৃণমূলে ভাঙন ধরাল বিজেপি। সোমবার দুপুরে মালদহের মালতিপুরে বিজেপি কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে তৃণমূল ছেড়ে বিজেপিতে তৃণমূলের প্রধান ও উপপ্রধান। তাঁদের সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন শতাধিক কর্মী সমর্থক। এর আগে ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন দুজনেই।
advertisement
advertisement
পরে তৃণমূলে যোগ দেন তাঁরা। দলত্যাগীদের দাবি, তৃণমূলে টাকার বিনিময়ে প্রার্থীপদ দেওয়া হচ্ছে। তাঁদের কাছেও টাকা দাবি করেছেন নেতৃত্বের একাংশ। টাকা দিয়ে প্রার্থী হবেন না, এই কারণেই দলত্যাগ বলেও দাবি তাঁদের। এদিকে দলত্যাগী উপপ্রধান পঞ্চানন দাস স্থানীয় পঞ্চায়েত সমিতিতে বিজেপির প্রার্থী হচ্ছেন বলে নিজেই দাবি করেছেন। বিজেপিতে যোগদানকারী প্রধান অবশ্য জানিয়েছেন, প্রার্থী হবেন কিনা তা ঠিক করবে দল।
advertisement
মালদহের মালতিপুর বিধানসভার বিধায়ক তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। তাঁর বিধানসভা ক্ষেত্রে ভোটের মাঝে দলত্যাগের ঘটনায় অস্বস্তি বেড়েছে শাসক শিবিরে। যদিও চাঁচল- ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল হাই- এর পাল্টা দাবি, তৃণমূলে স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের টিকিট দেওয়া হচ্ছে। টিকিট পাবেন না বলেই তাঁরা দল ছেড়েছেন। বিজেপি টিকিটের প্রলোভন দেখিয়ে যোগদান করিয়ে ভোটের মুখে বাজার গরম করছে। দলত্যাগের প্রভাব পড়বে না বলেও দাবি তৃণমূলের।
advertisement
লিপেশ লালা
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2023 4:41 PM IST