Mamata Banerjee || Abhishek Banerjee: কাকদ্বীপে হাইভোল্টেজ সভা! মমতার সঙ্গে একমঞ্চে দেখা যেতে পারে অভিষেককেও

Last Updated:

নবজোয়ার কর্মসূচির জন্য কাকদ্বীপে আসছেন মমতা বন্দোপাধ্যায়। আগামী ১৬ ই জুন নামখানার ইন্দিরা ময়দানে নব জোয়ারের শেষ কর্মসূচি। সেদিন অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে থাকবেন মমতা বন্দোপাধ্যায়।

কাকদ্বীপ: নবজোয়ার কর্মসূচির জন্য কাকদ্বীপে আসছেন মমতা বন্দোপাধ্যায়। আগামী ১৬ ই জুন নামখানার ইন্দিরা ময়দানে নব জোয়ারের শেষ কর্মসূচি। সেদিন অভিষেক বন্দোপাধ্যায়ের সঙ্গে থাকবেন মমতা বন্দোপাধ্যায়। ফলে সেই দিন হাইভোল্টেজ সভা হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।
১৬ জুনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়  এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়  কী বার্তা দেন সেদিকে তাকিয়ে সকলেই। দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। সেখানে দাঁড়িয়ে দলের উদ‍্যেশ‍্যে কী বার্তা দেন তাঁরা, সে দিকটিই এখন লক্ষনীয়।
advertisement
advertisement
ইতিমধ্যে নামখানার ইন্দিরা ময়দান পরিদর্শন করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পরিদর্শন করেছেন প্রাশাসনিক  কর্মকর্তারা। মাঠে গিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও জেলা যুব সভাপতি বাপী হালদার।
advertisement
সূত্রের খবর, ১৬ ই জুন বেলা ২ টো তে হেলিকপ্টারে আসবেন মুখ‍্যমন্ত্রী। ওইদিন কাকদ্বীপ চৌরাস্তা থেকে একটি পদযাত্রা হবে। সেখানে যোগদান করবেন তিনি। তারপর হবে  সভা। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার জানিয়েছেন, হেলিপ্যাড গ্রাউন্ড ও জনসভার মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। হাতে মাত্র আর কয়েকটা দিন রয়েছে। ফলে দ্রুততার সঙ্গে  কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Mamata Banerjee || Abhishek Banerjee: কাকদ্বীপে হাইভোল্টেজ সভা! মমতার সঙ্গে একমঞ্চে দেখা যেতে পারে অভিষেককেও
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement