South 24 Parganas News: জানেন কী ট্রলার তৈরি করতে কত খরচ হয়? রইল ট্রলার তৈরির খুঁটিনাটি
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
গভীর সমুদ্রে জলের ধাক্কা সহ্য করে টিকে থাকতে গেলে এই ট্রলারকে শক্তিশালী করে গড়ে তুলতে হয়। যার জন্য সময় লাগে অনেকটাই। প্রায় ৪ থেকে ৫ মাস পরিশ্রমের পর তৈরি হয় ট্রলার।
কাকদ্বীপ: গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য মৎস্যজীবীদের একমাত্র ভরসা ট্রলার। সেই ট্রলার মজবুত করে তৈরি করতে হয়। গভীর সমুদ্রে জলের ধাক্কা সহ্য করে টিকে থাকতে গেলে এই ট্রলারকে শক্তিশালী করে গড়ে তুলতে হয়। যার জন্য সময় লাগে অনেকটাই। প্রায় ৪ থেকে ৫ মাস পরিশ্রমের পর তৈরি হয় ট্রলার। খরচ হয় প্রায় ১ কোটি টাকার কাছে।
যার মধ্যে ইঞ্জিনের মূল্য প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকার কাছাকাছি। এছাড়াও একটি প্রপেলারের ফ্যানের দাম থাকে প্রায় ৬ লক্ষ টাকা। ১০ থেকে ১২ জন শ্রমিকের মিলিত প্রচেষ্টায় একটি ট্রলার তৈরি হয়। ট্রলার তৈরিতে ব্যবহার করা শাল কাঠ, সেই কাঠের অভাবে ইউক্যালিপটাসের কাঠও ব্যবহার করা হয়ে থাকে। কাঠগুলিকে কেটে প্রথমে কাঠামো তৈরি করা হয়। এরপর সেটিকে জল প্রতিরোধক বানানো হয়।
advertisement
advertisement
এই নিয়ে ট্রলার তৈরির এক কারিগর মনশশী বাগচি জানান, এই ট্রলার সাধারণ কারিগর তৈরি করতে পারেনা। প্রথমে ছোট নৌকা তৈরি করা শিখতে হয়, পরে ধীরে ধীরে ট্রলার তৈরির কাজে হাত লাগাতে হয়। ট্রলারে ভিতরে অন্দরসজ্জা থেকে শুরু করে সবকিছু করতে হয়। একবার ট্রলার তৈরি হয়ে গেলে সেটিকে জলে নামানো হয়। এরপর ট্রলার সাগর থেকে ফিরে এলে আরও একবার ট্রলারের পাটাতন পরীক্ষা করা হয়। সারাবছর ছোটোখাটো কাজ লেগেই থাকে এই ট্রলার তৈরির জন্য।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2023 3:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: জানেন কী ট্রলার তৈরি করতে কত খরচ হয়? রইল ট্রলার তৈরির খুঁটিনাটি