North 24 Parganas News: শহরের নামি শপিংমলে বড় অঘটন! গায়েব লাখ লাখ টাকা! ছড়িয়ে রয়েছে গভীর রহস্যের জাল
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:ANUP CHAKRABORTY
Last Updated:
শহরের বড় বড় শপিংমল গুলি থেকে টাকা চুরি। সল্টলেক সিটি সেন্টার ১-এ চুরি করতে এসে গ্রেফতার চক্রের ৩ পান্ডা।
বিধাননগর: শহরের বড় বড় শপিংমল গুলি থেকে টাকা চুরি। সল্টলেক সিটি সেন্টার ১-এ চুরি করতে এসে গ্রেফতার চক্রের ৩ পান্ডা। গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত মার্চ মাসে সল্টলেক সিটি সেন্টার ওয়ান থেকে লক্ষাধিক টাকা চুরি হয়েছিল বিধান নগর উত্তর থানায় সেই চুরির অভিযোগ হওয়ার পর পুলিশ তদন্তে নামে।
বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ ক্ষতিয়ে দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়। তাদের মধ্যে তিনজনকে গতকাল গভীর রাতে সিটি সেন্টারের সামনে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তারা চুরি করার উদ্দেশ্যে এসেছিল।
advertisement
advertisement
শুধু তাই নয় এর আগে লক্ষাধিক টাকা চুরি হয়েছিল সেই চুরির ঘটনায় তাদের হাত ছিল। ধৃতরা বড় বড় শপিংমল গুলোকে টার্গেট করত। এর আগের কলকাতার সাউথ সিটি মলে চুরির ঘটনায় যাদবপুর থানায় গ্রেফতার হয়েছিল অভিযুক্তরা। তিনজনকে গ্রেফতার করে বিধান নগর উত্তর থানার পুলিশ। ধৃত তিনজনকে এদিন বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তদন্ত করবে ধৃতদের সঙ্গেআর কারা কারা জড়িত আছে।
advertisement
অনুপ চক্রবর্তী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 5:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
North 24 Parganas News: শহরের নামি শপিংমলে বড় অঘটন! গায়েব লাখ লাখ টাকা! ছড়িয়ে রয়েছে গভীর রহস্যের জাল