Abhishek Banerjee: এবার আর জলেশ্বর মন্দিরে গেলেন না অভিষেক! মন্দির কমিটির আক্ষেপের শেষ নেই

Last Updated:

সমস্তরকম প্রস্তুতি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত গাইঘাটার জলেশ্বর মন্দিরে পুজো দিতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নবজোয়ার কর্মসূচিতে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার হাঁসপুর দিয়ে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি শুরু হয়। শুরু থেকেই অভিষেকের সঙ্গে ছিলেন বনগাঁ তৃণমূলের সাংগঠনিক জেলার নেতৃত্বরা। দলের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়। শুরুতে তিনি বেশ কিছুটা রাস্তা পাঁয়ে হেঁটে জনসংযোগ করেন। হাত নেড়ে রাস্তার দু-ধারের মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপরে সড়কপথে তিনি পৌঁছান গাইঘাটার জলেশ্বর মন্দিরে।
জলেশ্বর মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করেন অভিষেক ব্যানার্জি। কিন্তু সময় অভাবে পুজো দেওয়া হল না তাঁর। মন্দিরে উৎসাহ নিয়ে হাজির ছিলেন পুরোহিত। ফুল, মিষ্টির ডালি নিয়ে অনেক আগে থেকেই দাঁড়িয়ে ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যা-সহ মন্দির কমিটির লোকজন। কিন্তু, শেষ পর্যন্ত সূচি বদল হওয়ায় পুজো দিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বেরাই। তা নিয়ে অবশ্য কিছুটা আক্ষেপ শোনা গেল তাঁদের মুখেও।
advertisement
advertisement
জলেশ্বর মন্দির হয়ে এরপর যশোর রোড ধরে গাইঘাটা থানার মোড় আসেন অভিষেক। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, অভিনন্দন গ্রহণ করেন। গাইঘাটা থানা মোড়ের কর্মসূচি শেষ করে যশোর রোড ধরেই র‌্যালি করে তিনি পৌঁছান গাইঘাটার চাঁদপাড়া বাজারে। জলেশ্বর মোড় থেকে চাঁদপাড়া বাজার পর্যন্ত যশোর রোডের দু’ ধারে প্রচুর মানুষ অভিষেক ব্যানার্জিকে দেখার জন্য হাজির ছিলেন।
advertisement
চাঁদপাড়া বাজারে একটি মিষ্টির দোকানে গিয়ে সেখানকার কাঁচাগোল্লা চেখে দেখেন। চাঁদপাড়ার কর্মসূচি শেষ করে রাত্রিযাপনের জন্য তিনি গাইঘাটার রামচন্দ্রপুর স্কুল মাঠে পৌঁছান।
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Abhishek Banerjee: এবার আর জলেশ্বর মন্দিরে গেলেন না অভিষেক! মন্দির কমিটির আক্ষেপের শেষ নেই
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement