Accident || Honeymoon: অভিশপ্ত মধুচন্দ্রিমা! বিদেশে গিয়ে আর ফেরা হল না চিকিৎসক দম্পতির

Last Updated:

বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য তাঁরা বালিতে যান। পুলিশ সূত্রে খবর, ফটো শুটের সময় ওয়াটার বাইক উল্টে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় দম্পতির।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
চেন্নাই: মধুচন্দ্রিমা নিয়ে সকলেরই থাকেন নানা প্ল্যান। যেকোনও দম্পতির কাছেই মধুচন্দ্রিমা জীবনের বিশেষ অধ্যায় হয়ে থাকে। কিন্তু তা যে জীবনের শেষ অধ্যায় হবে, তা জানতেন না ডাক্তার দম্পতি। সদ্য গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। তারপর মধুচন্দ্রিমায় বালিতে যান। সেখানে ওয়াটার বাইক উল্টে মৃত্যু হয় তাঁদের।
১ জুন সাতপাকে বাঁধা পড়েছিলেন চেন্নাইয়ের বাসিন্দা লোকেশ্বরণ এবং বিবুষ্ণিয়া। দুজনে ই পেশায় চিকিৎসক। বিয়ের পর মধুচন্দ্রিমার জন্য তাঁরা বালিতে যান। পুলিশ সূত্রে খবর, ফটো শুটের সময় ওয়াটার বাইক উল্টে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয় দম্পতির।
advertisement
advertisement
চেন্নাইয়ের এই ডাক্তার দম্পতি সেই সময় ওয়াটার বাইক রাইডের আনন্দ নিচ্ছিলেন। সঙ্গে চলছিল দারুন ফটোশ্যুট। আর তার মাঝেই ঘটে বিপত্তি। জলে কোনও কিছুর সঙ্গে ধাক্কা লেগে, হঠাৎই উল্টে যায় ওয়াটার বাইক। তারপর বাইক-সহ সমুদ্রের গভীরে তলিয়ে যান লোকেশ্বরণ এবং বিবুষ্ণিয়া।
তারপর বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর শুক্রবার উদ্ধার হয় যুবকের দেহ। কিন্তু তখনও বিবুষ্ণিয়ার খোঁজ পাওয়া যায়নি। অবশেষে অবশেষে অনেক খোঁজাখুঁজির পর শনিবার তাঁর দেহ উদ্ধার করা সম্ভব হয়। পাশাপাশি পরিবারের সদস্যদেরও দুর্ঘটনার খবর পাঠানো হয়।
advertisement
বর্তমানে দম্পতির দেহ চেন্নাইতে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইন্দোনেশিয়া থেকে যেহেতু সরাসরি কোন বিমান নেই চেন্নাইতে, তাই মালেশিয়া হয়ে চেন্নাইতে পৌঁছবে তাঁদের দেহ। মৃতদের পরিবারের পক্ষ থেকে দেহ পরিবহণের জন্য তামিলনাড়ু প্রশাসন এবং ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাসের সাহায্য চাওয়া হয়েছে।
advertisement
হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কেন এমন ঘটনা ঘটল? কোনও গাফিলতির জন্য নাকি অন্য কোন কারণ? সে বিষয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ। দুর্ঘটনার মূল কারণ জানা যাবে তদন্তের পর।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Accident || Honeymoon: অভিশপ্ত মধুচন্দ্রিমা! বিদেশে গিয়ে আর ফেরা হল না চিকিৎসক দম্পতির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement