মালদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাউ কুমার অমিত বলেন, ফেসবুকের ১৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়। অভিযোগ পেয়ে আমরা ঘটনার তদন্তে নামে। দিল্লি থেকে নাইজেরিয়ার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। এই ঘটনার পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ হারিয়ে যাচ্ছে মালদহের প্রথম নীলকুঠি! সংস্কার ও সংরক্ষণের দাবি
মালদা জেলার সাইবার ক্রাইম থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ১৪ ডিসেম্বর একটি প্রতারণার অভিযোগ দায়ের হয়। মোথাবাড়ি থানা এলাকার এক মহিলা অভিযোগ দায়ের করেন। মহিলা অভিযোগ পত্রে জানান, ফেসবুক থেকে পরিচয় হয়। অভিযুক্ত যুবক নিজেকে ডাক্তার পরিচয় দেয়। ভারতে আসার সময় দিল্লিতে কাস্টমসে আটকে পড়ে। তারপর তার কাছে টাকা চেয়ে পাঠায়।
আরও পড়ুনঃ ড্রাগন ফল চাষে জেলায় ব্যাপক সাফল্য!
তারপর থেকে দুই মাসে একাধিক একাউন্টে কয়েক দফায় প্রায় ১৫ লক্ষ টাকা দেয়।প্রতারণা স্বীকার হয়েছেন বুঝতে পেরেই অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে দিল্লি গিয়ে এক ব্যাক্তিকে প্রথমে পুলিশ আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মূল অভিযুক্তকে ২ আগষ্ট গ্রেফতার করে। ৭ আগষ্ট তাকে মালদহে নিয়ে আসে। সোমবার মালদহ জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেয়।
Harashit Singha