স্থানীয় বাসিন্দা অনিল সাহা বলেন, সকালে ডাস্টবিনের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখি। কে বা কারা ফেলে আমাদের জানা নেই। তবে এই ধরণের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এইভাবে না ফেলা উচিত। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে।এর আগেও মালদহ শহরের বিভিন্ন প্রান্তে কখনও আবর্জনার স্তূপে , আবার কখনও নর্দমার মধ্যে সদ্যেজাতর দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে।
advertisement
আরও পড়ুন:হাওড়ায় ঘুরছিলেন এক মহিলা, সঙ্গে সাইড ব্যাগ! তাতে যা ছিল, চমকে উঠল গোটা এলাকা
আরও পড়ুন: ‘এতদিন আমি সামলেছি, এবার জয়পুর সামলাক’, সুজাতার মাস্টারস্ট্রোকে ফুঁসে উঠলেন সৌমিত্র! ব্যাপারটা কী?
তবে এদিন ইংরেজবাজার থানা সংলগ্ন এলাকায় এমন দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো অবাক স্থানীয়রা। এই ধরণের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় ও পুলিশের প্রাথমিক অনুমান কে বা কারা গভীর রাতে রাস্তার পাশের ডাস্টবিনে দেহটি ফেলে গিয়েছে। স্থানীয় বাসিন্দা কাজলী বড়ুয়া বলেন, নিশ্চয় কোনও মহিলা ফেলে গিয়েছে। খুব দুঃখজনক ঘটনা। এমন কাজ করা উচিত নয়।
হরষিত সিংহ