TRENDING:

Malda News: নোংরা আবর্জনার স্তূপে ওটা কী! সামনে যেতেই আঁতকে উঠলেন সকলে, নির্মম পরিণতিতে চাঞ্চল্য এলাকায়

Last Updated:

Malda News: ডাস্টবিনে আবর্জনার স্তূপে ওটা কি! সাতসকালে এই নিয়ে হুলুস্থুল কান্ড মালদহ শহরের নজরুল সরণী এলাকায়। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। সকালে ডাস্টবিনে আবর্জনা ফেলতে এসে স্থানীয়রা লক্ষ্য করেন ভেতরে পড়ে রয়েছে সদ্যোজাতের দেহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: ডাস্টবিনে আবর্জনার স্তূপে ওটা কী! সাতসকালে এই নিয়ে হুলুস্থুলু কাণ্ড মালদহ শহরের নজরুল সরণী এলাকায়। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। সকালে ডাস্টবিনে আবর্জনা ফেলতে এসে স্থানীয়রা লক্ষ করেন ভেতরে পড়ে রয়েছে সদ্যোজাতর দেহ। আবর্জনার স্তূপের মধ্যে থেকে শরীরের পেছনের অংশ দেখা যাচ্ছে।‌ইংরেজবাজার থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহটি দেখতে প্রচুর মানুষ ভিড় করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। দেহটি উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এমন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে।
ঘটনাস্থলে পুলিশ 
ঘটনাস্থলে পুলিশ 
advertisement

স্থানীয় বাসিন্দা অনিল সাহা বলেন, সকালে ডাস্টবিনের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখি। কে বা কারা ফেলে আমাদের জানা নেই। তবে এই ধরণের ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এইভাবে না ফেলা উচিত। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে।এর আগেও মালদহ শহরের বিভিন্ন প্রান্তে কখনও আবর্জনার স্তূপে , আবার কখনও নর্দমার মধ্যে সদ্যেজাতর দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে।

advertisement

আরও পড়ুন:হাওড়ায় ঘুরছিলেন এক মহিলা, সঙ্গে সাইড ব্যাগ! তাতে যা ছিল, চমকে উঠল গোটা এলাকা

আরও পড়ুন: ‘এতদিন আমি সামলেছি, এবার জয়পুর সামলাক’, সুজাতার মাস্টারস্ট্রোকে ফুঁসে উঠলেন সৌমিত্র! ব্যাপারটা কী?

তবে এদিন ইংরেজবাজার থানা সংলগ্ন এলাকায় এমন দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো অবাক স্থানীয়রা। এই ধরণের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় ও পুলিশের প্রাথমিক অনুমান কে বা কারা গভীর রাতে রাস্তার পাশের ডাস্টবিনে দেহটি ফেলে গিয়েছে। স্থানীয় বাসিন্দা কাজলী বড়ুয়া বলেন, নিশ্চয় কোনও মহিলা ফেলে গিয়েছে। খুব দুঃখজনক ঘটনা। এমন কাজ করা উচিত নয়।

advertisement

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: নোংরা আবর্জনার স্তূপে ওটা কী! সামনে যেতেই আঁতকে উঠলেন সকলে, নির্মম পরিণতিতে চাঞ্চল্য এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল