Sujata Mondal Saumitra Khan: 'এতদিন আমি সামলেছি, এবার জয়পুর সামলাক', সুজাতার মাস্টারস্ট্রোকে ফুঁসে উঠলেন সৌমিত্র! ব্যাপারটা কী?

Last Updated:

Sujata Mondal Saumitra Khan: জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল এবং অন্যান্য প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়ে পড়েন সুজাতা মণ্ডল। পাল্টা আসরে সৌমিত্র খাঁ'ও।

যুযুধান!
যুযুধান!
বাঁকুড়া: বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূলের প্রার্থী তালিকায় বড় অঙ্কের নতুন মুখ। তার মধ্যে বাঁকুড়া জেলার জয়পুর ZP44 নম্বর সিটে প্রার্থী হলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল, যিনি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই প্রচারে ঝাঁপিয়ে পড়লেন তৃণমূল নেত্রী সুজাতা।
জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল এবং অন্যান্য প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়ে পড়েন সুজাতা। অন্যদিকে সুজাতা মণ্ডলের এই প্রার্থী হওয়া নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করেছেন তারই প্রাক্তন স্বামী তথা বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
advertisement
advertisement
তিনি বলেন, ”কে ভোটে দাঁড়াল, এটা নিয়ে আমাদের কিছু এসে যায় না। শুধু এটুকু বলব তৃণমূলের যারা রাস্তায় নেমে আমাদের আক্রমণ করলেন, তাঁরা টিকিট পেল না, এই শিক্ষাটা তাদের খুব দরকার ছিল।” তিনি সুজাতা মণ্ডলের উদ্দেশ্যে আরও বলেন, ”এতদিন আমি পাল্লা সামলেছি, এবার জয়পুর পাল্লা সামলাক।”
advertisement
যদিও সুজাতা মণ্ডল প্রার্থী হতেই বেশ চাপেই পড়েছে বিজেপি। দলীয় সূত্রের খবর, একদিকে বিজেপির সংগঠন নড়বড়ে। তার উপর সুজাতা গ্রামের রাজনীতিটা বোঝেন। আবার তিনি মহিলা মুখ। সেদিক থেকে অনেকটা এগিয়ে থেকেই শুরু করছেন সুজাতা মণ্ডল। এখানে জয়পুর ব্লকে তিনটি জেলা পরিষদ আসন আছে। তার মধ্যে একটিতে প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল।
advertisement
একুশের বিধানসভা নির্বাচনে সুজাতা আরামবাগ থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হযেছিলেন। কিন্তু হারতে হয় সুজাতাকে। এবার সেটার বদলা তিনি বাঁকুড়া থেকে নিতে চান। এখানে বিজেপিকে পরাজিত করতে পারলেই মধুর প্রতিশোধ নিতে পারবেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sujata Mondal Saumitra Khan: 'এতদিন আমি সামলেছি, এবার জয়পুর সামলাক', সুজাতার মাস্টারস্ট্রোকে ফুঁসে উঠলেন সৌমিত্র! ব্যাপারটা কী?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement