Bangla News: হাওড়ায় ঘুরছিলেন এক মহিলা, সঙ্গে সাইড ব্যাগ! তাতে যা ছিল, চমকে উঠল গোটা এলাকা

Last Updated:

Bangla News: হাওড়ায় পাঁচ কোটি টাকার মাদক সমেত গ্রেফতার মহিলা।

হাওড়ায় মারাত্মক কাণ্ড!
হাওড়ায় মারাত্মক কাণ্ড!
হাওড়া: ব্যাগে পাঁচকোটি টাকার মাদক ( হেরোইন ) নিয়ে ঘুরছেন মহিলা, পুলিশের সন্দেহ হতেই গ্রেফতার মহিলা। গোলাবাড়ি থানার কিংস রোডে সন্ধ্যা থেকেই ঘুরছেন এক মহিলা সঙ্গে একটি ছোট্ট সাইড ব্যাগ। রাস্তায় ইতস্তত ভাবে ঘুরতে দেখে পুলিশকে খবর দেয় এলাকার মানুষজন। খবর পেয়ে পুলিশ পৌঁছে জিজ্ঞাসাবাদ শুরু করে মহিলাকে। জিজ্ঞাসাবাদে বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য দিতে থাকে পুলিশকে। এরপর খবর দেওয়া হয় মহিলা পুলিশকে। মহিলা পুলিশ এসে মহিলার ব্যাগে তল্লাশি চালাতে গিয়ে দুটি প্যাকেট পায় |
এরপর জিজ্ঞাসাবাদে ভেঙে পরে মহিলা। পুলিশের কাছে স্বীকার করে তার কাছে রয়েছে মাদক (হেরোইন)। প্রায় এক কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার হয় মহিলার কাছ থেকে, যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এত টাকার হেরোইন কোথায় বা কার কাছে যাচ্ছিল, সেই বিষয়ে খোঁজখবর শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। ধৃত ৫৭ বছরের মহিলা দক্ষিণ চব্বিশ পরগনার জীবন তলার বাসিন্দা।
advertisement
advertisement
পুলিশের জিজ্ঞাসাবাদে মহিলা জানিয়েছেন, তাঁর কাছে নির্দেশ ছিল এই ব্যাগটি হাওড়াতে পৌঁছে দিতে হবে। কিছু সাংকেতিক তথ্য আদান-প্রদানকারীকেই এই ব্যাগ ডেলিভারি দিতে হবে। তবে সেই ব্যক্তিটি কে, তা তিনি জানেন না। মঙ্গলবার সন্ধ্যা থেকেই গোলাবাড়ির কিংস রোডের গঙ্গার ধারে অপেক্ষায় ছিল ওই মহিলা।
advertisement
পরে সে পুলিশের হাতে ধরা পড়ে। প্রশ্ন উঠছে পাঁচ কোটি কাটা মূল্যের মাদক এল কোথা থেকে, ধৃত মহিলাকে কোর্টে তুলে নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের মাথায় পৌঁছতে চাইছে পুলিশ। ইতিমধ্যেই উদ্ধার হওয়া মাদক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে নার্কোটিক বিভাগে। মহিলার মোবাইল ট্র্যাক করে চক্রের মাথার খোঁজ চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: হাওড়ায় ঘুরছিলেন এক মহিলা, সঙ্গে সাইড ব্যাগ! তাতে যা ছিল, চমকে উঠল গোটা এলাকা
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement