Narada Case | Aparupa Poddar: অপরূপার বিরুদ্ধে সিবিআই-এর হাতে ৪ মাস! নারদ মামলায় বিরাট নির্দেশ হাইকোর্টের
- Written by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Narada Case | Aparupa Poddar: আদালতের দ্বারস্থ হয়ে তৃণমূল সাংসদ অপরূপার অভিযোগ ছিল, ২০১৪ সালের ঘটনা, চার্জশিটেও তাঁর নাম নেই।
কলকাতা: আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে তদন্ত ৪ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নারদ মামলায় ৪ মাসের মধ্যে তদন্ত শেষ করার জন্য সিবিআই-কে নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তদন্ত শেষের নির্দেশ দেওয়া হয়েছে। নারদ মামলার FIR থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অপরূপা পোদ্দার। সেই আবেদনের প্রেক্ষিতেই বিচারপতির এহেন নির্দেশ।
আদালতের দ্বারস্থ হয়ে তৃণমূল সাংসদ অপরূপার অভিযোগ ছিল, ২০১৪ সালের ঘটনা, চার্জশিটেও তাঁর নাম নেই। সিবিআই অযথা হেনস্তা করছে বলে অভিযোগ। সেই মামলাতেই এই নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।
advertisement
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে নারদ মামলায় অন্যতম অভিযুক্ত আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার জানিয়েছিলেন, তিনি সিবিআইকে চিঠি দিয়ে বলেছেন, তাঁর নাম এই মামলা থেকে প্রত্যাহার করা হোক। গত ৮ বছরে তাঁর বিরুদ্ধে কোনও তথ্য মেলেনি বলেও দাবি অপরূপার। বুধবার আদালতে অপরূপা বলেন, সিবিআই এখনও সেই চিঠির কোনও সদুত্তর দিতে পারেনি।
advertisement
উল্লেখ্য, নারদ মামলায় প্রথম সারির অসংখ্য তৃণমূল নেতানেত্রীরা অভিযুক্ত হয়েছেন। কেউ কেউ আবার দলবদলও করেছেন। যেমন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদরা প্রয়াত হয়েছেন ইতিমধ্যে। তবু তদন্ত একচুলও এগোয়নি বলে অভিযোগ। ২০১৬-র বিধানসভা ভোটের ঠিক আগে আগে নারদ স্টিং অপারেশন ফাঁস হয়েছিল। বিজেপি পার্টি অফিস থেকে সেই ভিডিও প্রকাশ্যে আনা হয়। যদিও শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর সেই ফুটেজ গেরুয়া শিবিরের ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হয়। অন্যদিকে, তৃণমূল বলতে থাকে সারদা ও নারদে সিবিআই থেকে বাঁচতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন শুভেন্দু। এবার সেই প্রেক্ষিতে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 14, 2023 2:06 PM IST










