Suvendu Adhikari: বুধে বিস্ফোরক, বৃহস্পতিতে বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর! শেষ দেখার হুঁশিয়ারি
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Suvendu Adhikari: স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ প্রার্থীদের মনোনয়নে বাধা ইস্যুতে বিকল্প পদ্ধতিতে প্রার্থীদের মনোনয়নে কোনও ব্যবস্থা নেয়নি কমিশন, এই প্রশ্ন তুলেও প্রয়োজনীয় ব্যবস্থার আবেদন জানিয়ে রাজ্য বিজেপির তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: পঞ্চায়েত ভোট ইস্যুতে ফের আদালতে যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘আইন মেনে কাজ করছে না কমিশন, মানছে না আদালতের নির্দেশও’। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই অভিযোগ তুলে আজ, বৃহস্পতিবার ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী।
স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ প্রার্থীদের মনোনয়নে বাধা ইস্যুতে বিকল্প পদ্ধতিতে প্রার্থীদের মনোনয়নে কোনও ব্যবস্থা নেয়নি কমিশন, এই প্রশ্ন তুলেও প্রয়োজনীয় ব্যবস্থার আবেদন জানিয়ে রাজ্য বিজেপির তরফে বিরোধী দলনেতা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন। রাজ্য বিজেপির লিগাল সেলের বৈঠকে বৃহস্পতিবার আদালতে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
advertisement
advertisement
শুভেন্দু অধিকারীর অভিযোগ ‘ এখনও পর্যন্ত ৫০টিরও বেশি ব্লকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বাধায় বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি। প্রার্থীরা মনোনয়ন পত্র জমা কিংবা অন্য বিষয়ে অভিযোগ জানাতে হলে আইনে অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলার কথা থাকলেও কমিশন এ ব্যাপারে নীরব’। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তোপ দেগে শুভেন্দুর এও অভিযোগ,’ বারবার কামিশনের কাছে নালিশ জানিয়েও কোনও ফল মিলছে না। তাই এই কমিশনারের ওপর আমাদের কোনও আস্থা নেই। তাই মাঠে ময়দানে লড়াই করার পাশাপাশি আইনি লড়াই জারি থাকবে’।
advertisement
গত মঙ্গলবার বিরোধীদের পঞ্চায়েত ভোট মামলার রায় দিতে গিয়ে রাজ্য নির্বাচন কমিশনের উপরই কার্যত আস্থা রাখেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই রায়কে স্বাগত জানালেও মামলার অন্যতম আবেদনকারী শুভেন্দু অধিকারীর কথায়, ”আদালত আমাদের বক্তব্যকে অনেক ক্ষেত্রেই মান্যতা দিলেও রাজ্য নির্বাচন কমিশন আইন মেনে কাজ করছে না। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। সেই কারণেই বৃহস্পতিবার সেই বিষয়গুলি আদালতের নজরে আনব।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2023 9:17 AM IST