সোমবার সকাল এগারোটা নাগাদ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন পুর বাজারে অভিযান চালানো হয় পুরসভার পক্ষ থেকে। হাই ড্রেনের উপর রয়েছে জবরদখলকারী দের হোটেল ও দোকান। এদিন এলাকা পরিদর্শনের পর ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, জবরদখল করে নিকাশি নালা বন্ধ রাখা যাবে না।
আরও পড়ুনঃ মালদহ থানার চেতনা স্কুলের পড়ুয়াদের জন্য টেবিল টেনিস প্রশিক্ষণ
advertisement
দুই দিনের মধ্যে ব্যবস্থা নিতে চলেছে পুরসভা। এদিন জবরদখলকারীদের উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।না উঠলে ব্যবস্থা নিবে পুরসভা কর্তৃপক্ষ।এদিন দেখা যায় হাইড্রেন জমে রয়েছে জঞ্জাল। প্লাস্টিকের বোতল, গ্লাস, ক্যারি ব্যাগ ভরে রয়েছে নর্দমায়। বর্ষার মরসুমে নিকাশি নালা পরিষ্কার রাখার জন্য বিশেষ অভিযান শুরু করেছে ইংরেজবাজার পুরসভা।
আরও পড়ুনঃ মালদহের বন্যা ও ভাঙন মোকাবিলায় প্রস্তুত প্রশাসন
এদিন পুরসভার উদ্যোগে অভিযান চালানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন পুর বাজার এলাকায়। বৃষ্টি হলে সহজে যাতে মেডিকেল চত্বরের জল বাইরে যেতে পারে তার সুব্যবস্থা ইতিমধ্যে করার উদ্যোগ গ্রহণ করেছে মালদা মেডিকেল কর্তৃপক্ষ ও পুরসভা।
Harashit Singha