আরও পড়ুন: INDIA জোটের বৈঠক, ইডি’র ডাকে আজই কেন্দ্রীয় তদন্ত সংস্থার মুখোমুখি অভিষেক
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদে কাজ করতেন আকিদুল শেখ। সেখানেই কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। চার দিন আগে এই দুর্ঘটনা ঘটে। হায়দ্রাবাদের স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের পর অ্যাম্বুলেন্সে করে দেহ বাড়ি পাঠানো হয়। এদিন তাঁর কফিন বন্দি দেহ এসে পৌঁছায় গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, মাসখানেক আগে হায়দ্রাবাদে ভবন নির্মাণের কাজ করতে গিয়েছিলেন তিনি৷ গত শনিবার লোহার মাচায় দাঁড়িয়ে ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় ওই মাচা কোনও কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে৷ আর তাতেই মৃত্যু হয় আকিদুলের৷
advertisement
মৃত শ্রমিকের পরিবারে স্ত্রী ছাড়াও তিনটি নাবালক সন্তান আছে। এই পরিস্থিতিতে দরিদ্র পরিবারটি কীভাবে সংসার চালাবে তা অজানা। স্থানীয়রা প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, মালদহে কাজের অভাবেই অল্পবয়সী ছেলেদের ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। আর সেখানে এমন দুর্ঘটনার জেরে কিছুদিন পর কফিনবন্দি হয়ে তাঁরা ফিরে আসছেন গ্রামে।
হরষিত সিংহ