Abhishek Banerjee Summoned By ED: INDIA জোটের বৈঠক, ইডি'র ডাকে আজই কেন্দ্রীয় তদন্ত সংস্থার মুখোমুখি অভিষেক 

Last Updated:

Abhishek Banerjee Summoned By ED: রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূল কংগ্রেসের। 

তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, গোটাটাই রাজনৈতিক ষড়যন্ত্র৷ আপাতত এ নিয়ে তোলপাড় রাজনীতি
তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, গোটাটাই রাজনৈতিক ষড়যন্ত্র৷ আপাতত এ নিয়ে তোলপাড় রাজনীতি
কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মামলায় ফের অভিষেককে তলব ইডির। বিরোধী জোট ইন্ডিয়ার কো অর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক আজ ১৩ সেপ্টেম্বর, বুধবার।  ওই কমিটির সদস্য হিসাবে দিন দিল্লিতে বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেই একইদিনে ইডি দফতরে তাঁকে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, গোটাটাই রাজনৈতিক ষড়যন্ত্র৷ আপাতত এ নিয়ে তোলপাড় রাজনীতি। বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ”ইডি তোমাকে বারে বারে ডাকছে কেন? ডাল মে কুছ কালা হ্যায়।” তবে এসবের মধ্যে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর আজ সকাল ১১’টা নাগাদ তিনি হাজিরা দেবেন কেন্দ্রীয় এজেন্সির দফতরে।
advertisement
advertisement
তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিরদাঁড়া সোজা৷ শুভেন্দু অধিকারীর মতো শিরদাঁড়া বাঁকা নয়৷ অভিষেক সামনে থেকে জবাব দেবেন৷ বুধবার দেখে নেবেন। যদিও বিজেপিকে পাল্টা আক্রমণের রাস্তায় হেঁটেছে তৃণমূল। বামেদের পক্ষ থেকে অবশ্য যে দিনে ডাকা হয়েছে তা নিয়ে কার্যত বিস্ময় প্রকাশ করা হয়েছে৷ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন, ‘‘যে দিনে ডাকা হয়েছে তাতে ডাকাও হল, আবার যাকে ডাকা হল তার না যাওয়ার কারণও থাকল। ইডি-সিবিআই কি আদৌ ব্যবস্থা নিতে আগ্রহী?’’
advertisement
তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন অবশ্য বলছেন, INDIA জোটকে ভয় পেয়েই,  কো-অর্ডিনেশন কমিটির বৈঠকের দিনে ডেকে পাঠানো হল। তাঁর দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পেয়েছে বিজেপি৷ তবে রাজনৈতিক মহলের আগ্রহ আপাতত আজকের দিকেই।
advertisement
শশী পাঁজা, রাজ্যের মন্ত্রী অভিযোগ করেন, ‘‘জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ট্যুইট করেছেন৷ কাল INDIA জোটের গুরুত্বপূর্ণ বৈঠক। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি৷  কাকতালীয় ভাবে ইচ্ছা করে বিরক্ত করতে, হেনস্থা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হল। এর ক্রনোলজিটা দেখে নেবেন। ধূপগুড়িতে ভোটে হারল, তারপর তাকে ডাকা হল। নবজোয়ারের সময় জনজোয়ার হল, তার পর পঞ্চায়েত ভোট ছিল, সেই সময় ডাকা হল। এই ক্রনোলজি বুঝতে হবে। আসলে বিব্রত করা, সময় নষ্ট করা। মানুষের কিছু রাজনৈতিক ক্যালেন্ডার থাকে৷ কো-অর্ডিনেশন কমিটির বৈঠক কাল। সেই যাত্রায় বাধা দিতেই ডাকা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।।’’
advertisement
ABIR GHOSHAL
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee Summoned By ED: INDIA জোটের বৈঠক, ইডি'র ডাকে আজই কেন্দ্রীয় তদন্ত সংস্থার মুখোমুখি অভিষেক 
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement