তিনি মালদহ শহরের বার্লো বালিকা হাই স্কুলের কলা বিভাগের ছাত্রী। মালদহ শহরের বিবেকানন্দ পল্লীর বাসিন্দা নীলাঞ্জনা সিনহা বড় হয়ে একজন ডাব্লুবিসিএস অফিসার হতে চান। তবে তাঁর পছন্দের বিষয় রাষ্ট্রবিজ্ঞান। নীলাঞ্জনা সিনহার বাবা পেশায় স্কুল শিক্ষক। মা গৃহবধূ।
advertisement
আরও পড়ুনঃ সংস্কারের অভাবে পুকুরে পরিণত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাস্তা!
তাঁর এমন সাফল্য খুশি পরিবার ও স্কুলের শিক্ষিকারা। রাজ্যে অষ্টম তথা জেলায় তৃতীয় হয়েছেন প্রিয়াংশু রায়।তাঁর প্রাপ্ত নম্বর ৪৯১। গাজোল হাজী নাকু হাই স্কুলের ছাত্র। রাজ্যে নবম স্থানে মালদহের চারজন রয়েছেন। সপ্তর্ষি ঘোষ। তিনি মালদহ শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র।দেবদীপ চক্রবর্তী।
আরও পড়ুনঃ নাটকে সত্যবতী চরিত্রে অভিনয়ের জন্য নাট্য আকাদেমি পুরস্কার পাচ্ছেন আশাবরী গুপ্ত
তাঁর প্রাপ্ত নম্বর ৪৯০। তিনি মালদহ শহরের অক্রূমুণি করনেশন ইনস্টিটিউশনের ছাত্র।টিনা থোকদার । তাঁর প্রাপ্ত নম্বর ৪৯০। তিনি রতুয়ারভালুকা আর এম এম বিদ্যাপীঠের ছাত্র। শুভম কুন্ডু। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯০। তিনি গাজোল হাজী নাকু হাই স্কুলের ছাত্র।
Harashit Singha