Malda: সংস্কারের অভাবে পুকুরে পরিণত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাস্তা!
Last Updated:
পিচের চাদর উঠে ছোট বড় গর্ত তৈরি হয়েছে রাস্তার। কোথাও বিশাল আকারের গর্ত আবার কোথাও খানাখন্দে ভরা। বৃষ্টির জল রাস্তায় জমে জলাশয়ের আকার ধারণ করেছে।
মালদহ: পিচের চাদর উঠে ছোট বড় গর্ত তৈরি হয়েছে রাস্তার। কোথাও বিশাল আকারের গর্ত আবার কোথাও খানাখন্দে ভরা। বৃষ্টির জল রাস্তায় জমে জলাশয়ের আকার ধারণ করেছে। জল কাদার মধ্যে দিয়েই যাতাযাত করছেন এলাকার বাসিন্দারা। সাইকেলে, বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে জমা জলে দূর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন রাস্তা বেহাল থাকায় যাত্রীবাহী গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। হাতে গোনা কয়েকটি ছোট যাত্রীবাহী গাড়ি চলাচল করছে। রাস্তা খারাপ থাকায় প্রায় গাড়ির যন্ত্রাংশ বিকল হয়ে পড়ছে। মালদহের হবিবপুর ব্লকের ভারত- বাংলাদেশ সীমান্তের শ্রীরামপুর পঞ্চায়েতের মূল রাস্তার এমনি বেহাল দশা। শ্রীরামপুর পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকা থেকে সীমান্তবর্তী শিরশি কলাইবাড়ি গ্রাম পর্যন্ত রাস্তা পুরোটাই বেহাল। এই রাস্তা দিয়ে গোটা পঞ্চায়েতে এলাকার ১০ থেকে ১২ টি গ্রামের ১০ হাজারের বেশি বাসিন্দাদের যাতায়াত। দশ বছর আগে রাস্তা মেরামতি হয়েছিল। তারপর আর কোন কাজ হয়নি।
সংস্কারের অভাবে বর্তমানে রাস্তা বেহাল হয়ে পড়েছে। এলাকার খুদে স্কুল পড়ুয়ারা এ রাস্তায় যাতায়াত করতে সমস্যায় পড়ছে। এমনকি গ্রামে হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতাল নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে। রাস্তা বেহাল থাকায় সহজে অ্যাম্বুলেন্স গ্রামগুলিতে ঢুকতে পারছে না। এতে মুমূর্ষু রোগীকে নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত থেকে জেলা প্রশাসনকে বারবার আবেদন করার পরেও বেহাল রাস্তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখন পর্যন্ত।
advertisement
আরও পড়ুনঃ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড মাতৃমা বিভাগ ও ট্রমা কেয়ার ইউনিট ঘুরে দেখলেন নয়া জেলাশাসক
স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি দ্রুত রাস্তা সংস্কার করতে এগিয়ে আসুক প্রশাসন। যদিও বেহাল রাস্তা পরিদর্শন করে গ্রামবাসীদের সমস্যার কথা স্বীকার করেছেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল ইসলাম। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুর পঞ্চায়েতের বেহাল রাস্তা টির দৈর্ঘ্য প্রায় সাড়ে চার কিলোমিটার। ইতিমধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে তিন কিলোমিটার বেহাল রাস্তা মেরামতের জন্য বাজেট তৈরি করা হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নাটকে সত্যবতী চরিত্রে অভিনয়ের জন্য নাট্য আকাদেমি পুরস্কার পাচ্ছেন আশাবরী গুপ্ত
তবে গত রবিবার ওই রাস্তা পরিদর্শন করেন জেলা পরিষদের সভাধিপতি। তিনি রাস্তাটি প্রদর্শন করার পর প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য আবেদন করবেন বলে জানিয়েছে। আগামী এক বছরের মধ্যে রাস্তাটি সংস্কার হবে বলে জানান জেলা পরিষদের সভাধিপতি।
advertisement
Harashit Singha
Location :
First Published :
June 07, 2022 9:21 PM IST