Malda: হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড মাতৃমা বিভাগ ও ট্রমা কেয়ার ইউনিট ঘুরে দেখলেন নয়া জেলাশাসক

Last Updated:

দায়িত্ব নিতেই সোমবার মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন নতুন জেলা শাসক তথা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নীতিন সিংহানীয়া।

+
title=

মালদহ: দায়িত্ব নিতেই সোমবার মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন নতুন জেলা শাসক তথা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নীতিন সিংহানীয়া। এদিন মেডিকেল কলেজের বিভিন্ন ওর্য়াড থেকে বর্হি বিভাগ ট্রমা কেয়ার ইউনিট ঘুরে দেখেন। সাথে ছিলেন মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল পার্থ প্রতিম মুখোপাধ্যায় সহ অন্যান্য কর্তা আধিকারিকেরা। রোগী পরিষেবার কোথাও কোন খামতি রয়েছে কিনা। আরো নতুন কি পরিকাঠামো প্রয়োজন সেই সমস্ত বিষয়ে খোঁজখবর নেন জেলা শাসক।রবিবার মালদহ জেলার জেলাশাসকের দায়িত্ব নেন নীতিন সিংহানিয়া।
সোমবার দুপুর দুটো নাগাদ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ হাসপাতালে দায়িত্বে থাকা অন্যান্য আধিকারিকদের কে নিয়ে প্রথমে মালদা মেডিকেল কলেজের মাতৃমা বিভাগ ওপিডি বিল্ডিং সহ ট্রমা কেয়ার পরিদর্শন করেন জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকেরা।
আরও পড়ুনঃ ইন্টার ক্লাব কাবাডি চ্যাম্পিয়নশিপে ছেলেদের ২০টি ও মেয়েদের ৪টি দল
মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি জানান মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামো আরো কিভাবে ভালো করা যায় এবং সাধারন মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যায় সেই বিষয আলোচনা করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দেখা দেয়নি মাঙ্কি পক্স, তবে তৈরি জেলা স্বাস্থ্য দফতর
অন্যদিকে মেডিকেল কলেজের নোংরা আবর্জনা সহ জল নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখেন জেলাশাসক তথা রোগী কল্যান সমিতির চেয়ারম্যান নিতীন সিংহিনিয়া। এই বিষয়ে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান যে আজ জেলাশাসক দায়িত্ব নেওয়ার পর প্রথমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন। পাশাপাশি আমরা মেডিকেল কলেজের নোংরা আবর্জনা সহ জল নিষ্কাশনের ব্যাপারটা খতিয়ে দেখছি। যাতে সে সমস্যার সমাধান দ্রুত করা যায়।
advertisement
Harashit Singha
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda: হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড মাতৃমা বিভাগ ও ট্রমা কেয়ার ইউনিট ঘুরে দেখলেন নয়া জেলাশাসক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement