আগামী ২৭ শে জুলাই সুরাটে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই প্রতিযোগিতা। ইতিমধ্যেই জোরকদমে অনুশীলন শুরু করেছেন নীলাঞ্জন। নীলাঞ্জনের এই সাফল্যে খুশি তাঁর কোচ পিন্টু ভগত। আগামী দিনে প্রতিযোগিতায় ভালো ফলের আশায় রয়েছেন তাঁর কোচ। নিয়মিত অনুশীলন খতিয়ে দেখছেন তিনি। গত ১৫ই মে কলকাতার গড়িয়াহাট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ন্যাচারাল অল ইন্ডিয়া বডি বিল্ডিং প্রতিযোগিতা।
advertisement
এই প্রতিযোগিতায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ২০০ জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। মালদহের নীলাঞ্জন দেব ৭০ কেজি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। এই প্রথম কোন আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় নামেন তিনি। আর তাতেই বাজিমাত। প্রতিযোগিতায় নেমেই প্রথম ১০ জনের মধ্যে স্থান করে নেয় নীলাঞ্জন।
আরও পড়ুন- উৎসর্গ প্রকল্পে ৮১ জন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারের রক্তদান
বছর তেত্রিশের নীলাঞ্জন দেব পেশায় ফটোগ্রাফার। তাঁর শখ বডি বিল্ডিং। তিনি নিয়মিত মালদহ শহরের একটি জিমে অনুশীলন করেন। তাঁর এই কাজে পরিবার ও কোচ ব্যাপক ভাবে সাহায্য করে আসছে। পাশাপাশি নিজের মনের জোর আর নিষ্ঠার সাথে জিম করে আসায় এমন সাফল্য। আগামী আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেমে সাফল্য পাওয়ার আশায় রয়েছেন তিনি। তাই এখন সমস্ত কিছু ভুলে জোড় কদমে প্রস্তুতি শুরু করেছেন। নিয়মিত জিমে নিচ্ছেন বডি বিল্ডিং-এর তালিম।
Harashit Singha