TRENDING:

Malda News: জমিতে কেন ঢুকেছে ছাগল? বিশেষভাবে সক্ষম যুবকের মুখে ছোড়া হল অ্যাসিড! ভয়াবহ

Last Updated:

Malda News: বিশেষভাবে সক্ষম যুবককেও ছাড়ল না আত্মীয়রা! সামান্য কারণে ভয়াবহ ঘটনা ঘটে গেল যুবকের সঙ্গে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ:  মনসা গানের পালা শুনে বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলার শিকার হলেন এক প্রতিবন্ধী যুবক। গভীর রাতে রাস্তায় একা পেয়ে নিজের আত্মীয়ের হাতে অ্যাসিড হামলায় আক্রান্ত হলেন যুবক। মালদহের মানিকচক থানার হাড্ডাটোলা এলাকায় ঘটনাটি ঘটেছে। অ্যাসিড হামলায় যুবককের মুখ ঝলসে গিয়েছে।  আহত যুবককে চিকিৎসার জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতা রেফার করা হয়েছে। ঘটনায় পরিবারের পক্ষ থেকে  থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহত যুবকের নাম সৌরভ মণ্ডল(১৯)। পরিবারের রয়েছে বাবা অনিমেষ মণ্ডল মা নমিতা মণ্ডল। অভিযুক্তরা হলেন মৌসুমী মণ্ডল সহ ও তার পরিবারের সদস্যরা।
অ্যাসিড হামলায় জখম যুবক
অ্যাসিড হামলায় জখম যুবক
advertisement

জানা গিয়েছে, গত পাঁচ মাস আগে জমিতে ছাগল ঢোকা নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ হয়েছিল। সেই বিবাদকে কেন্দ্র করে এদিনের ঘটনা। পুরনো বিবাদের বদলা নিতেই যুবককের উপর অ্যাসিড হামলা করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার রাতে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ওই প্রতিবন্ধী যুবক মনসা গানের পালা শুনতে গিয়েছিল। সেখান থেকে একা রাতে বাড়ি ফেরছিল।

advertisement

 আরও পড়ুন: ভুয়ো অফার লেটার! সারে চার লক্ষ টাকার বিনিময়ে সরকারি চাকরি! হুগলিতে ৪ যুবকের পরিণতি ভয়াবহ! জানুন

গভীর রাতে অভিযুক্তরা ওই যুবকের মুখ লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে বলে অভিযোগ। অ্যাসিড হামলায় গুরুতর জখম হয়। মুখের বেশ কিছু অংশ পুড়ে যায়। যুবককের চিৎকারে ছুটে আসে আশেপাশের বাসিন্দারা। জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। অবস্থার অবনতি হলে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।মালদহ মেডিকেলেও অবস্থার অবনতি হতে থাকলে কর্মরত চিকিৎসকেরা ওই প্রতিবন্ধী যুবককে কলকাতায় স্থানান্তর করে।যুবকের চোখের অবস্থা অত্যন্ত খারাপ। অভিযুক্তদের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: জমিতে কেন ঢুকেছে ছাগল? বিশেষভাবে সক্ষম যুবকের মুখে ছোড়া হল অ্যাসিড! ভয়াবহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল