জানা গিয়েছে, গত পাঁচ মাস আগে জমিতে ছাগল ঢোকা নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ হয়েছিল। সেই বিবাদকে কেন্দ্র করে এদিনের ঘটনা। পুরনো বিবাদের বদলা নিতেই যুবককের উপর অ্যাসিড হামলা করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার রাতে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ওই প্রতিবন্ধী যুবক মনসা গানের পালা শুনতে গিয়েছিল। সেখান থেকে একা রাতে বাড়ি ফেরছিল।
advertisement
আরও পড়ুন: ভুয়ো অফার লেটার! সারে চার লক্ষ টাকার বিনিময়ে সরকারি চাকরি! হুগলিতে ৪ যুবকের পরিণতি ভয়াবহ! জানুন
গভীর রাতে অভিযুক্তরা ওই যুবকের মুখ লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে বলে অভিযোগ। অ্যাসিড হামলায় গুরুতর জখম হয়। মুখের বেশ কিছু অংশ পুড়ে যায়। যুবককের চিৎকারে ছুটে আসে আশেপাশের বাসিন্দারা। জখম অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায়। অবস্থার অবনতি হলে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।মালদহ মেডিকেলেও অবস্থার অবনতি হতে থাকলে কর্মরত চিকিৎসকেরা ওই প্রতিবন্ধী যুবককে কলকাতায় স্থানান্তর করে।যুবকের চোখের অবস্থা অত্যন্ত খারাপ। অভিযুক্তদের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
হরষিত সিংহ