বিজয়া দশমীতে উমার বিদায়ের প্রাক মুহূর্তে মালদহে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
মহা দশমীর পুণ্যতিথি দেবী বিদায়ের পালা। তাই বিদায় বেলায় মালদহ শহরের মণ্ডপে মণ্ডপে চলল দশমীর পুজোপাঠ ও সিঁদুর খেলা। প্রতি বছরের ন্যায় এবারও দশমীর সকালে সিঁদুর খেলায় মাতলেন মালদহ শহরের শরৎপল্লী সার্বজনীন মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির সদস্যরা।
advertisement
advertisement
advertisement
advertisement
মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির সদস্য নিবেদিতা কুণ্ডু জানান, "শারদ উৎসব আমাদের বহু প্রতীক্ষা। এবছর মাকে বিদায় জানাতে জানাতে পরের বছরের প্রস্তুতি শুরু করে দিই। দুই মাস অক্লান্ত পরিশ্রমের পর আমরা মহিলা সংগঠন যারা পুজোয় সামিল হয়। প্রত্যেকের মন আজ বিষাদে ভারাক্রান্ত। তবে মাকে বিদায় জানাতেই হচ্ছে। তার আগে প্রথা মেনে ঘট বিসর্জনের পর এলাকার শতাধিক মা, বোনেরা সিঁদুর খেলায় শামিল হয়েছি।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)