TRENDING:

Malda News: ট্রমা কেয়ারে সিটি স্ক্যান, এক্স-রে হয় না! মালদহ মেডিকেলে পড়ে পড়ে নষ্ট হচ্ছে দামি যন্ত্রপাতি

Last Updated:

মালদহ মেডিকেলের ট্রমা কেয়ারে গিয়ে ব্যাপক ভোগান্তির মুখে রোগীরা। অত্যাধুনিক সিটি স্ক্যান ও ডিজিটাল এক্সরে মেশিন থাকলেও তা বন্ধ হয়ে পড়ে আছে! হাসপাতালের যুক্তি, পর্যাপ্ত টেকনিশিয়ান নেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: চালু হয়নি সিটি স্ক্যান ও ডিজিট্যাল এক্সরে পরিষেবা। হাত-পা ভাঙা অবস্থায় রোগীদের টেনে টেনে প্রায় দুশো মিটার দূরে নিয়ে গিয়ে এক্সরে করতে হচ্ছে। এতে রোগীর পাশাপাশি সঙ্গে আসা পরিজনদের ভোগান্তি বাড়ছে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিট চালু হলেও এখনও সিটি স্ক্যান ও ডিজিটাল এক্সরে পরিষেবা চালু হয়নি। ফলে রোগী ও তাদের পরিজনদের এই ভোগান্তি সেখানকার রোজের ছবি।
advertisement

ট্রমা কেয়ারে সিটি স্ক্যান ও ডিজিটাল এক্স-রে চালু না হওয়ায় প্রায় ২০০ মিটার দূরে বর্হিবিভাগ গিয়ে এই সংক্রান্ত পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। সেখানে রয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের পিপিপি মডেলের সিটি স্ক্যান ও ডিজিট্যাল এক্সরে পরিষেবা। সেখান থেকেই ট্রমা কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রোগীদের পরিষেবা নিতে হচ্ছে। যদিও আধুনিক পদ্ধতিতে গড়ে ওঠা ট্রমা কেয়ার ইউনিটে সমস্ত পরিকাঠামো রয়েছে। এই ভবনে রোগীদের সমস্ত পরিষেবা দেওয়ার কথা। অন্যান্য পরিষেবা চালু হলেও কোন‌ও এক অজ্ঞাত কারণে ট্রমা কেয়ার ইউনিটে এখন‌ও সিটি স্ক্যান ও ডিজিটাল এক্স-রে পরিষেবা চালু হয়নি।

advertisement

আরও পড়ুন: বুধবার রাতে দিঘা গেলে এই আপডেটটি জানুন, বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ রাস্তা

মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পর্যাপ্ত সংখ্যক কর্মী না থাকায় ট্রমা কেয়ার ইউনিটের সিটি স্ক্যান ও ডিজিটাল এক্সরে পরিষেবা চালু করা যাচ্ছে না। ফলে এখানকার আধুনিক সিটি স্ক্যান ও আধুনিক ডিজিটাল এক্সরে মেশিন বেকার পড়ে আছে। সূত্রের খবর, ট্রমা কেয়ার ইউনিট চালু হলেও এখনও পর্যাপ্ত কর্মী নিয়োগ হয়নি। টেকনিশিয়ান না থাকায় চালু হচ্ছে না এক্সরে ও সিটি স্ক্যান পরিষেবা।

advertisement

তোমাকে আর এর সিটিস্ক্যান ও ডিজিটাল এক্সরে পরিষেবা দ্রুত চালু করার আশ্বাস দিয়েছেন মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা যত দ্রুত সম্ভব ওই দুটি পরিষেবা চালুর উদ্যোগ গ্রহণ করছি। আগামী কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে।"

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: ট্রমা কেয়ারে সিটি স্ক্যান, এক্স-রে হয় না! মালদহ মেডিকেলে পড়ে পড়ে নষ্ট হচ্ছে দামি যন্ত্রপাতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল