Digha Road Update: আজ রাতে দিঘা যাওয়ার এই রাস্তা বন্ধ থাকবে, কোন পথে যাবেন জেনে নিন

Last Updated:

বুধবার রাতে কলকাতা থেকে দিঘা যেতে বা দিঘা থেকে কলকাতায় আসতে হলে এই গুরুত্বপূর্ণ আপডেটটি পড়ে নিন। কারণ এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকবে

+
title=

পূর্ব মেদিনীপুর: ফুট ওভারব্রিজের কাজের জন্য টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়ক। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, ১৮ জানুয়ারি বুধবার রাত ১১ টা থেকে বৃহস্পতিবার ১৯ জানুয়ারি ভোর ৫ টা পর্যন্ত ১১৬ বি জাতীয় সড়কের দু' দিকেরই যান চলাচল বন্ধ রাখা হবে। ফলে ওই সময়ের মধ্যে কলকাতা থেকে দিঘা, অথবা দিঘা থেকে কলকাতা যেতে গেলে যেতে হবে ঘুরপথে।
কোলাঘাট-হলদিয়া জাতীয় সড়কের নন্দকুমার মোড় থেকে শুরু হয়েছে নন্দকুমার-দিঘা ১১৬ বি জাতীয় সড়ক। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১১৬ বি জাতীয় সড়ক শুরুর মুখে, নন্দকুমারের শ্রীধরপুর মোড়ে পথচারীদের জন্য ফুট ওভারব্রিজ তৈরির চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ করার জন্যই ১৮ তারিখ রাত থেকে ৬ ঘণ্টা এই ব্যস্ততম রাস্তা বন্ধ রাখা হবে। ফলে কলকাতা, কোলাঘাট হয়ে দিঘা যেতে গেলে অনেকটা ঘুরপথে যেতে হবে। সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর থেকে এগরা যাওয়ার রাস্তা ব্যবহার করতে হবে।
advertisement
advertisement
ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই রাস্তা বন্ধ থাকার কথা জেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছে। সেইমতো নোটিস ঝোলানো হয়েছে। ১৮ তারিখ রাত থেকেই কোলাঘাট, কাঁথি, তমলুক থেকে ১১৬ বি জাতীয় সড়কে যাওয়ার পথগুলি বন্ধ করে দেওয়া হবে। বিভিন্ন গাড়ির চালকদেরও বিষয়টি আগেভাগে জানানোর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এ‌গ বিষয়ে নন্দকুমার থানার ওসি জানান, কলকাতা বা তমলুক থেকে কাঁথি বা দিঘা যাওয়ার গাড়িগুলি অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে। আবার কাঁথি ও দিঘা থেকে আসা গাড়িগুলিকে নরঘাটের কাছ থেকে অন্য পথে ঘুরিয়ে ১১৬ কোলাঘাট-হলদিয়া জাতীয় সড়ক দিয়ে পাস করানো হবে। ফলে ১৮ তারিখ রাতে দিঘা যাওয়ার জন্য জাতীয় সড়ক না ধরাই ভালো।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Digha Road Update: আজ রাতে দিঘা যাওয়ার এই রাস্তা বন্ধ থাকবে, কোন পথে যাবেন জেনে নিন
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement