Congress Celebration|| বাংলায় হঠাৎ বিজয় উৎসবে মাতল কংগ্রেস! কারণ জানেন

Last Updated:

Congress Celebration: ঝালদা পুরসভা দখলে আসতেই আনন্দ উৎসবে মাতলেন কংগ্রেস নেতাকর্মীরা। এই মুহূর্তে কেবলমাত্র ঝালদাতেই বাংলার মধ্যে কংগ্রেসের পুরবোর্ড ক্ষমতায় আছে...

+
title=

পুরুলিয়া: দীর্ঘদিনের আইনি ও রাজনৈতিক জটিলতা শেষে ঝালদা পুরসভা কংগ্রেসের দখলে এসেছে। পুরপ্রধান নির্বাচনের ভোটে তাদের প্রার্থী শীলা চ্যাটার্জি ৭-০ ব্যবধানে জয়ী হন। এরপর মঙ্গলবার দুপুরে পুরো প্রধান পদে শপথ নেন শীলা চ্যাটার্জি। তারপরই উচ্ছ্বাসে মেতে ওঠেন ঝালদার কংগ্রেস কর্মী সমর্থকরা। শুধু ঝালদা নয়, পুরুলিয়া জেলার নানান প্রান্তে মিষ্টি বিলি করে এই সাফল্য উদযাপন করেন কংগ্রেস কর্মীরা।
মঙ্গলবার বিকেলে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় বিজয় উৎসবে মেতে উঠেন পুরুলিয়া জেলা লাইট ট্যাক্সি ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। দলীয় ঝান্ডাকে সামনে রেখে বিজয় উল্লাস পালন করেন তাঁরা । আইএনটিইউসি পরিচালিত পুরুলিয়া জেলা লাইট ট্যাক্সি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় পথ চলতি মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
advertisement
advertisement
উল্লেখ্য, গত অক্টোবর মাসে ঝালদার তৃণমূল পুর বোর্ডের বিরুদ্ধে অনস্থা প্রস্তাব আনে কংগ্রেস। এরপর‌ই শুরু হয় দুই দলের আইনি লড়াই। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ১৬ জানুয়ারি ঝালদার পুরপ্রধান নির্বাচনের দিন ধার্য করা হয়। নজরদারি দায়িত্বভার বর্তায় জেলাশাসকের উপর। হাইকোর্টের নির্দেশে বলা হয়, পুরপ্রধান নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি ভিডিওগ্রাফি করতে হবে। সেই নির্দেশ মেনে পুরপ্রধান নির্বাচনের পর প্রশাসন রেকর্ড করা ভিডিওগ্রাফি জমা দেয় হাইকোর্টে। সেই ভিডিওগ্রাফি দেখার পর হাইকোর্ট জানিয়ে দেয়, শীলা চ্যাটার্জির পুরপ্রধান নির্বাচিত হওয়া সম্পূর্ণ বৈধ। সেই মত ঝালদার মহকুমাশাসক ঋতম ঝাঁ পুরপ্রধান পদে তিন নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চ্যাটার্জিকে শপথবাক্য পাঠ করান। এরপর‌ই আনন্দে মেতে ওঠেন জেলা কংগ্রেস নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Congress Celebration|| বাংলায় হঠাৎ বিজয় উৎসবে মাতল কংগ্রেস! কারণ জানেন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement