মাতৃমা ভবনে প্রসূতি বিভাগে বর্তমানে ১৬৫টি বেড রয়েছে। প্রতিদিন গড়ে ৫৫ থেকে ৬০ জন প্রসূতি ভর্তি হচ্ছেন প্রসব যন্ত্রণা নিয়ে। অতিরিক্ত প্রসূতি ভর্তি হওয়ার জেরেই বেডের সমস্যা দেখা দিচ্ছে মাতৃমা বিভাগে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মাতৃমা ভবনে রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে, জায়গা কম থাকায় এমন সমস্যা তৈরি হয়েছে। তাই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে মাতৃমা ভবন আরো তিন তলা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ বেহাল অবস্থায় এলাকার নিকাশি ব্যবস্থা! মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ
ইতিমধ্যে মাতৃমা ভবন বৃদ্ধির জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে আবেদন জানানো হয়েছে। আরো নতুন তিন তলা ভবন সহ প্রসূতি বিভাগে ২০০ টি নতুন বেড চালুর আবেদন জানিয়েছে। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র মালদহ জেলা নয়, গৌড়বঙ্গের আরও দুই জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ মুর্শিদাবাদ জেলার একাংশের রোগীরা এখানে চিকিৎসা পরিষেবার জন্য আসেন।
আরও পড়ুনঃ রাজ্যের সেরা রেশম সুতো উৎপাদকের পুরস্কার কালিয়াচকের আনসারুলের
শুধু তাই নয় পার্শ্ববর্তী বিয়ার ও ঝাড়খণ্ডের প্রচুর রোগী মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে উপর নির্ভরশীল। এমনকি বাংলাদেশের রোগীরাও এখানে চিকিৎসা পরিষেবার জন্য আসেন। বিভিন্ন দিক থেকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী আশায় এখানে ভিড় ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এমনটাই দাবি কর্তৃপক্ষের। তবে সকলকে সঠিক পরিষেবা দিতে ইতিমধ্যে মালদাও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মাতৃমাভবন বৃদ্ধের ও বেড বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমস্ত কিছু ঠিক থাকলে আগামী দিনে মাতৃমা ভবনে প্রসূতি বিভাগে আরও ২০০ টি বেড বাড়তে চলেছে। এতে চিকিৎসা পরিষেবা নিতে অনেকটাই সুবিধা হবে সাধারণ রোগীদের।
Harashit Singha





