TRENDING:

Malda News: পরিচয়হীন শিশুর পরিবারের খোঁজে থানায় অভিযোগ দায়ের মেডিকেল কর্তৃপক্ষের!

Last Updated:

নাম পরিচয়হীন শিশুদের নিয়ে সমস্যায় পড়েছে মালদহ মেডিকেল কলেজের কর্তব্যরত নার্স থেকে কর্তৃপক্ষ। চিকিৎসা পরিষেবার পাশাপাশি ওই শিশুদের দেখভাল, আদরযত্ন পর্যন্ত করছেন। একটি নয়, এই রকম দাবিদারহীন ছয়টি শিশু রয়েছে বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এসএনসিইউ ওয়ার্ডে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালদহ : নাম পরিচয়হীন শিশুদের নিয়ে সমস্যায় পড়েছে মালদহ মেডিকেল কলেজের কর্তব্যরত নার্স থেকে কর্তৃপক্ষ। চিকিৎসা পরিষেবার পাশাপাশি ওই শিশুদের দেখভাল, আদরযত্ন পর্যন্ত করছেন। একটি নয়, এই রকম দাবিদারহীন ছয়টি শিশু রয়েছে বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে এসএনসিইউ ওয়ার্ডে। ছয় শিশুর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক, ইতিমধ্যে দুই শিশুর সুচিকিৎসার জন্য কলকাতা বাঙুর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে মেডিকেল কতৃপক্ষ। আরো দুইটি শিশু অসুস্থ থাকলেও বাকি দুই জন সুস্থ। সুস্থ স্বাভাবিক দুই শিশুকে নিয়েই বেশি সমস্যা।
advertisement

কারণ সুস্থ স্বাভাবিক হলেও তাদের এখনো মেডিকেলের বেডে থাকতে হচ্ছে। এই থেকে রোগ ছাড়ানোর সম্ভবনা রয়েছে। যদিও শিশুদেরকে অন্যত্র নিয়ে যেতে জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে চিঠি করেছেন মেডিকেলের কর্তারা।অপর দিকে এক শিশুর মা মেডিকেলে মারা যায়।তারপর থেকে পরিবারের লোকেরা শিশুকে নিয়ে যায়নি। এমনকি পরিবারের লোকেদের খোঁজ মিলছে না বর্তমানে। এই বিষয়ে মেডিকেলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে শিশুর পরিবারের খোঁজে।

advertisement

আরও পড়ুনঃ জেলা প্রশাসনিক ভবনের সামনে চালু হল স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পরিচালিত ক্যান্টিন

মালদহ মেডিকেলের এসএনসিইউ বিভাগে নাম পরিচয়হীন ছয় সদ্যোজাত রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তাঁদের দাবি, কেউ তিনমাস, কেউবা আবার আরও বেশি সময় ধরে এসএনসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছে। নাম পরিচয়হীন সদ্যোজাতদের দেখভাল করতে হিমশীম খেতে হচ্ছে এসএনসিইভ বিভাগের নার্স, কর্মীদের। নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স বলেন, “কাজের ফাঁকে সদ্যোজাতদের খাওয়াতে হচ্ছে। এ ছাড়া স্নান করানো থেকে শুরু করে সদ্যোজাতদের দেখভাল এখন আমাদের সবই করতে হচ্ছে।”

advertisement

আরও পড়ুনঃ এখনও দগদগে বোমাতঙ্ক! তারই মধ্যে আবার পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক

মেডিকেল কর্তৃপক্ষের দাবি, ছ’জনের মধ্যে দুই সদ্যোজাত গুরুতর অসুস্থ রয়েছে। তাদের কলকাতার বাঙুর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।২৩ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের এক যুবতী প্রসব যন্ত্রণা নিয়ে মেডিকেলে ভর্তি হন, দাবি কর্তৃপক্ষের। তাঁদের দাবি, পরের দিন, ২৪ সেপ্টেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। ওই দিনই প্রসুতির মৃত্যু হয়। সদ্যোজাতকে এসএনসিইউ বিভাগে ভর্তি রাখা হয়। অভিযোগ, পরিবার সদ্যোজাতকে না নিয়েই বাড়ি চলে যায়। ঘটনার পরে তিন মাস হয়ে গেলেও এখনও পরিবারের কেউ যোগাযোগ করেন নি বলে দাবি মেডিক্যাল কর্তৃপক্ষের। এই আরো নাম পরিচয়হীন পাঁচ শিশুর বর্তমান ঠিকানা মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Harashit Singha

বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: পরিচয়হীন শিশুর পরিবারের খোঁজে থানায় অভিযোগ দায়ের মেডিকেল কর্তৃপক্ষের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল