Malda News: এখনও দগদগে বোমাতঙ্ক! তারই মধ্যে আবার পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক

Last Updated:

বোমাতঙ্ক এখন টাটকা মানিকচকের গোপালপুরের বাসিন্দাদের মধ্যে। তারই মধ্যে আবারো এলাকায় আমবাগানের মধ্যে পরিত্যাক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল গ্রামবাসীদের মধ্যে। গত কয়েকদিন আগেই গোপালপুরের বালুটোলা এলাকায় ইটভাটা থেকে বোমা উদ্ধার হয়েছিল। সেই বোমা ফেটে গুরুতর জখম হয়েছিল দুই শিশু।

+
title=

#মালদহ : বোমাতঙ্ক এখন টাটকা মানিকচকের গোপালপুরের বাসিন্দাদের মধ্যে। তারই মধ্যে আবারো এলাকায় আমবাগানের মধ্যে পরিত্যাক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল গ্রামবাসীদের মধ্যে। গত কয়েকদিন আগেই গোপালপুরের বালুটোলা এলাকায় ইটভাটা থেকে বোমা উদ্ধার হয়েছিল। সেই বোমা ফেটে গুরুতর জখম হয়েছিল দুই শিশু। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গোপালপুর রাজনগর গ্রামের পাশে মাঠে উদ্ধার দুইটি পরিত্যাক্ত ব্যাগ। ব্যাগ দুটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। গ্রামের বাসিন্দারা তড়িঘড়ি খবর দেয় মানিকচক থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ।
পুলিশের পক্ষ থেকে সন্দেহজনক ব্যাগ দুটিকে ঘিরে রাখা হয়েছে। এলাকার বাসিন্দাদের সেখান থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে বোমা স্কোয়াডে। পরিত্যাক্ত ব্যাগ দুটি একটি আম গাছের গোড়ায় জঙ্গলের মধ্যে রয়েছে। তাই ঘিরেই সন্দেহ হয় গ্রামের বাসিন্দাদের। মালদার মানিকচকের গোপালপুর পঞ্চায়েতের রাজনগর গ্রামের পার্শ্ববর্তী মাঠে হঠাৎ গ্রামের বাসিন্দাদের নজরে আসে পরিত্যাক্ত ব্যাগ দুটি।
advertisement
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে এক পাচারকারী
আম গাছের গোড়ায় জঙ্গলের মধ্যে দুটি পরিত্যাক্ত ব্যাগ পড়ে রয়েছে। ঘটনাস্থলে ছুটে গিয়েছে বোম স্কোয়াড।পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে কখনো মালদহের কালিয়াচক আবার কখনো মানিকচক থানা এলাকা থেকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আবারো বোমাতঙ্ক ছড়ালো মানিকচক থানা এলাকায়। বারবার বোমা উদ্ধার বা বোমাতঙ্কের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। উঠছে পুলিশি নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে নানা প্রশ্ন।
advertisement
advertisement
Harashit Singha
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: এখনও দগদগে বোমাতঙ্ক! তারই মধ্যে আবার পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতঙ্ক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement