এই পার্কে গেলে আপনি শুধু অবসর সময় কাটাতে পারবেন না, বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে আপনার পরিচিতি বাড়বে।আসন্ন দোলে একদিনের জন্য এই ইকো পার্ক ঘোরাঘুরি আদর্শ। সঙ্গে প্রাচীন আদিনা মসজিদ দেখার সুযোগও থাকছে।মালদহের গাজোল ব্লকের আদিনায় রয়েছে প্রাচীন বাংলার নিদর্শন। এখানে বছরের বিভিন্ন সময়ে পর্যটকেরা আসেন। তাঁর পাশেই রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছে এই ইকো পার্ক। ইতিমধ্যে পার্ক সাধারণ মানুষের জন্য খোলা হয়েছে। প্রতিদিন বহু মানুষ এখানে ভিড় করছেন প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে।
advertisement
আরও পড়ুন : ছেলে ও ৬ মাসের নাতনি রইল পড়ে, পুত্রবধূকে নিয়ে বাড়ি থেকে পালালেন শ্বশুর
পার্কটি দেখভালের দায়িত্বে রয়েছে গাজোল ব্লক। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকছে পার্ক। প্রবেশ মূল্য ২০ টাকা।শীতের মরশুম শেষ হয়ে এখন বসন্ত। জেলায় এখন নাতিশীতোষ্ণ আবহাওয়া। এমন পরিবেশে জেলা ও জেলার বাইরের বহু মানুষ আসছেন আদিনা মসজিদ ঘুরতে। তাঁর পাশেই নতুন ইকো পার্কে মানুষ সময় কাটাচ্ছেন। নিয়মিত পর্যটকেরা এখন ইকো পার্কে আসছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় থাকছে। এমনকি আশেপাশের বাসিন্দা থেকে খুদেরা আবসর সময়ে এই পার্কে এসে সময় কাটাচ্ছেন।
আরও পড়ুন : ইউটিউব দেখে বাড়িতেই সন্তান প্রসব, নবজাতকের শ্বাসরোধ করে হত্যা কিশোরী মায়ের
এতদিন এই এলাকায় কোন পার্ক ছিল না। পার্কটি চালু হওয়ায় স্থানীয়দেরও অনেক সুবিধা হয়েছে। অবসর সময় কাটানোর একটি সুন্দর জায়গা তৈরি হয়েছে।পার্কের কর্মী জহরকৃষ্ণ শর্মা বলেন, " ব্লক প্রশাসন এই পার্কের দেখভালের দায়িত্বে রয়েছে। প্রতিদিন এখানে মানুষ ঘুরতে আসছেন। প্রবেশমূল্য রয়েছে। টিকিট কেটেই মানুষ পার্কে প্রবেশ করেন। প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পার্ক খোলা রাখা হয়।"