নাগপুর : ইউটিউবে ভিডিও দেখে বাড়িতে সন্তানের জন্ম দেয় কিশোরী৷ তার পর তাকে হত্যা করে৷ এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য মহারাষ্ট্রের নাগপুরে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ওই কিশোরী যৌন হেনস্থার শিকার৷ তার ফলেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে৷ অভিযুক্তর সঙ্গে তার সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল বলে জানিয়েছে পুলিশ৷ অন্তঃসত্ত্বা অবস্থায় যে চেহারার পরিবর্তন হয়, সে বিষয়ে সে মাকে বলেছিল তার শারীরিক অসুস্থতা চলছে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপনীয়তা বজায় রাখার জন্য আমবাজারি এলাকার বাসিন্দা ওই কিশোরী বাড়ি থেকে বেরনো বন্ধ করে দেয়৷ সন্তান প্রসব করার জন্য ইউটিউব ভিডিও দেখা শুরু করে৷ তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন গত ২ মার্চ ওই কিশোরী বাড়িতেই কন্যাসন্তানের জন্ম দেয়৷ প্রসবের পর পরই নবজাতকের শ্বাসরোধ করে সে হত্যা করে৷ বাড়িতেই একটি বাক্সে লুকিয়ে রাখে নবজাতকের নিথর দেহ৷
আরও পড়ুন : 'ভদ্রলোক' মানিক না কি হাওয়াই চটি পরা প্রতিমা, মুখ্যমন্ত্রীর কুর্সি কার? সরগরম ত্রিপুরা
এর পর আর মায়ের কাছে কিছু গোপন করে রাখতে পারেনি ওই কিশোরী৷ মেয়েকে হাসপাতালে নিয়ে যান মা৷ পুলিশে খবর দেওয়া হলে সদ্যোজাতর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়৷ এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধি এবং পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে তার পর খুনের মামলা রুজু করা হবে জানানো হয়েছে পুলিশ সূত্রে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।