হোম /খবর /দেশ /
ছেলের বাইক চুরি করে পুত্রবধূকে নিয়ে বাড়ি থেকে পালালেন শ্বশুর

Man elopes with his daughter in law: ছেলে ও ৬ মাসের নাতনি রইল পড়ে, পুত্রবধূকে নিয়ে বাড়ি থেকে পালালেন শ্বশুর

Man elopes with his daughter in law: তাঁদের পলায়নের খবর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বধূর স্বামী

  • Share this:

বুঁদি : প্রেমের ফাঁদ পাতা ভুবনে। শেষে সেই ফাঁদেই পুত্রবধূর প্রেমে পড়লেন শ্বশুরমশাই। এই ঘটনা রাজস্থানের বুঁদির। এখানেই শেষ নয়। পুত্রবধূর হাত ধরে তিনি পালালেন। তাঁদের পলায়নের খবর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বধূর স্বামী। ওই যুবকের অভিযোগ, তাঁরই বাইকে পুত্রবধূকে নিয়ে পালিয়েছেন তাঁর বাবা। এই ঘটনা বুঁদির সিলোর গ্রামের।

সিলোর গ্রামের দীর্ঘ দিনের বাসিন্দা পবন বৈরাগী। পারিবারিক কেচ্ছার মাঝে পড়ে তিনি দ্বারস্থ হয়েছেন পুলিশের। অভিযোগ, তাঁর বাবা রমেশ বৈরাগী প্রলুব্ধ করেছেন পুত্রবধূকে। তার পর ছেলের বাইকে পুত্রবধূকে নিয়ে পালিয়েছেন। কিন্তু এই অভিযোগকে পুলিশ উপযুক্ত গুরুত্ব দিচ্ছে না বলে আক্ষেপ পবনের।

আরও পড়ুন :  ইউটিউব দেখে বাড়িতেই সন্তান প্রসব, নবজাতকের শ্বাসরোধ করে হত্যা কিশোরী মায়ের

শুধু একা পবনকে নন। তাঁর বধূ ফেলে গিয়েছেন তাঁদের ৬ মাস বয়সি শিশুকন্যাকেও। এর আগেও তাঁর বাবা অন্যান্য বেআইনি কাজে জড়িত ছিলেন বলে অভিযোগ পবনের। তবে নিজের স্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাতে নারাজ তিনি। কাজের সূত্রে বছরের বেশির ভাগ দিনই পবনকে বাইরে থাকতে হয়। সেই সুযোগ তাঁর স্ত্রীর সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ।

তবে অবহেলার অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় থানা। তাদের দাবি, পলাতক জুটির সন্ধানে চলছে তল্লাশি। তবে তাদের এবং বাইকটির কোনও সন্ধান এখনও মেলেনি।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Daughter-In-Law, Father in law, Rajasthan