করোনা পরবর্তী সময়ে মালদহ জেলা জুড়ে শিশুদের পরিসংখ্যান ও সমস্ত তথ্য নথিভুক্তকরণের কাজ শুরু করার নির্দেশিকা মিলেছে। সেই মত মালদহ জেলার তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। সর্বশিক্ষা মিশন সূত্রে জানা গিয়েছে, ০ থেকে ১৮ বছর বয়সী সমস্ত শিশুদের ডেটা সার্ভে করা হবে। এবার প্রথম অনলাইন পদ্ধতিতে ডাটা নথিভুক্ত করনের কাজ হবে। তার আগে জেলা প্রশাসনিক স্তরে শুরু হয়েছে প্রস্তুতি। কিভাবে ডাটা নথিভুক্ত করা হবে এই সমস্ত বিষয়ে আলোচনা করতে প্রশাসনিক স্তরের একটি বৈঠক অনুষ্ঠিত হয় মালদহ জেলা প্রশাসনিক ভবনে।
advertisement
আরও পড়ুনঃ বৃষ্টিতে বিঘ্ন মন্ডপের কাজ, সময়ে শেষ করতে অতিরিক্ত কাজ করছেন শিল্পীরা
স্কুল শিক্ষা দফতর সর্বশিক্ষা মিশন ও জেলা প্রশাসনের কর্তা আধিকারিকেরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। ১৮ বছরের নিচে সমস্ত শিশুদের সমস্ত রকম তথ্য নথিভুক্তকরণ করা হবে। বিশেষ করে স্কুল ছুট ও এখনো পর্যন্ত যারা নির্দিষ্ট বয়সের পর স্কুলে ভর্তি হয়নি সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। সর্বশিক্ষা মিশন সূত্রে জানা গিয়েছে, ৬থেকে ১৪ বছর বয়সী সমস্ত শিশুদের স্কুলে ভর্তি হওয়া বাধ্যতামূলক তাদের শিক্ষার অধিকার রয়েছে। তাই এই বয়সের শিশুরা যদি স্কুলে ভর্তি না হয়ে থাকে তথ্য সংগ্রহের পর তাদেরকে এই স্কুলে ভর্তি করার উদ্যোগ গ্রহণ করা হবে প্রশাসনের তরফ থেকে।
আরও পড়ুনঃ নিম্নচাপের টানা বৃষ্টি, জলমগ্ন মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল
পাশাপাশি স্কুল ছুট শিশুদের পরিসংখ্যানও বিশেষ গুরুত্ব সহকারে দেখা হবে। সরকারে নির্দেশিকায় রয়েছে টানা ৩০ দিন কোন কারণ ছাড়াই যদি কোন শিশু স্কুলে না যায় তাহলে তাকে স্কুল ছুট হিসাবে গণ্য করা হয়। যে সমস্ত শিশুরা স্কুল ছুট হয়ে পড়েছে প্রশাসনের তরফ থেকে তাদেরকে পার্শ্ববর্তী স্কুলগুলিতে ভর্তি করার ব্যবস্থা করা হবে সর্বশিক্ষা মিশনের উদ্যোগে। যদিও বর্তমানে মালদহ জেলা প্রশাসনের কাছে স্কুল ছুট শিশুদের পরিসংখ্যান নেই। জেলা প্রশাসনের কর্তারা জানিয়েছেন তথ্য সংগ্রহের পরেই স্কুল ছুট ছাত্রের পরিমাণ ঠিক কত তা সঠিক জানা যাবে।
Harashit Singha





