এই চেকপোস্টি গত তিন বছর ধরে বন্ধ থাকায় দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেই সঙ্গে বাংলাদেশের বহু মানুষ এই চেকপোস্ট দিয়ে ভারতে আসতেন চিকিৎসার কারণে। তাঁরাও সমস্যার মুখে পড়ছিলেন। দুই বাংলার ব্যবসায়ী ও সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখেই বৃহস্পতিবার দুপুরে এই স্থলবন্দরটি আবার খুলে দেওয়া হয়।
আরও পড়ুন: গঙ্গাকে দূষণমুক্ত করতে এবার আসরে কায়াক নৌকা
advertisement
ভারত-বাংলাদেশ সীমান্তের মহদিপুর স্থলবন্দরের প্রবেশদ্বারের ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। যাত্রী যাতায়াতের জিরো পয়েন্টে দুই দেশের আধিকারিক ও আমদানি ও রফতানিকারকদের মধ্যে বৈঠকের পর পাসপোর্ট নিয়ে যাতায়াত করার জন্য যাত্রী সুবিধার্থে খোলা হয় স্থলবন্দর। উপস্থিত ছিলেন ভারতের ডেপুটি কমিশনার মনোজ কুমার, অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক, বাংলাদেশের ইনপোর্টার আব্দুল ওয়াহাব সহ অন্যান্য আধিকারিক ও আমদানি-রপ্তানিকারকরা। এই গুরুত্বপূর্ণ চেকপোস্টটি আবার খুলে যাওয়ায় খুশি দুই বাংলার মানুষ।
হরষিত সিংহ