Nadia News: গঙ্গাকে দূষণমুক্ত করতে এবার আসরে কায়াক নৌকা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
গত ১১ মার্চ ৮ টি কায়াক নৌকায় ১২ জন অভিযাত্রী হাজারদুয়ারি থেকে এই অভিযান শুরু করেন।
নদিয়া: গঙ্গাকে দূষণমুক্ত করতে আসরে নামল কায়াক নৌকা। ওয়াটার স্পোর্টসের আসর ছেড়ে কায়াক দিল সচেতনতার বার্তা। গঙ্গা দূষণ রোধ, পরিবেশ ও মাটি রক্ষার বার্তা নিয়ে মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গাবক্ষে আয়োজিত হল কায়াক অভিযান।
গত ১১ মার্চ ৮ টি কায়াক নৌকায় ১২ জন অভিযাত্রী হাজারদুয়ারি থেকে এই অভিযান শুরু করেন। দীর্ঘ নদীপথে বিভিন্ন জায়গায় তাঁরা দূষণের হাত থেকে গঙ্গাকে রক্ষা করা, পরিবেশ ও মাটি রক্ষার বিষয়ে প্রচার করেন। তিনদিনে এই নদীপথ পাড়ি দিয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযাত্রীদল পৌঁছয় নবদ্বীপের দেয়ারাপাড়া ঘাটে। সেখানে তাঁদের অভ্যর্থনা জানান নবদ্বীপ যোগায়নের সদস্যরা। তাঁদের পক্ষে গৌরগোপাল সাহা বলেন, উত্তর ও পূর্ব ভারতের লাইফ লাইন গঙ্গায় যেভাবে দূষণ ছড়াচ্ছে তাতে ভবিষ্যতে ভয়ঙ্কর বিপদ ঘটবে। সেই বিষয়েই গঙ্গার তীরে বসবাসরত বাসীন্দাদের সচেতন করতেই এই অভিযান।
advertisement
advertisement
গঙ্গা দূষণ ঠেকাতে এর আগে নানান উপায়ে প্রচার চালাতে দেখা গিয়েছে। কিন্তু কায়াক নিয়ে গঙ্গাবক্ষে এমন উদ্যোগ হয়ত প্রথম। যা মুর্শিদাবাদ ও নদিয়ার মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 10:11 PM IST