Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
অনুব্রত ঘোষ বলেন, মাধ্যমিকের জন্য অনেক পরিশ্রম করেছি। সেই মতো সাফল্য পেলাম। আগামীতে আমি চিকিৎসক হতে চাই। আমার পড়াশোনার জন্য বাবা-মা এবং শিক্ষক শিক্ষিকারা সবসময় সাহায্য করেছে। অনুব্রত ঘোষের বাড়ি মালদহ শহরের এক নম্বর গর্ভমেন্ট কলনী। বাবা অরবিন্দ ঘোষ মালদহ শহরের অক্রূরমণি করনেশন ইনস্টুটিউশনের ভূগোলের শিক্ষক। মা বীণাপাণি ঘোষ গৃহবধূ। একমাত্র ছেলে অনুব্রত। শুধু পড়াশোনা নয়, পাশাপাশি আবৃত্তি করে ভাল। এছাও খেলাধুলা প্রতি আকর্ষণ রয়েছে।
advertisement
আরও পড়ুন: ‘বাঞ্ছারামের বাগান’ সিনেমার এই বাগান বাস্তবে কোথায় আছে জানেন? তাঁর পদবী কী? অবাক হবেন
আরও পড়ুন:
ছোট থেকে কম্পিউটার শেখার নেশা রয়েছে। অন লাইনে ক্লাস করতে করতে বিভিন্ন জিনিস শিখে ফেলেছে নিজে থেকে। সমস্ত বিষয়ের জন্য একজন করে গৃহশিক্ষক ছিলেন। তবে ভূগোলের কোন গৃহশিক্ষক ছিল না। নিয়মিত বাবার কাছেই ভুগোল পড়ত। তবে তার প্রিয় বিষয় বিজ্ঞান। এমনি ভু- বিজ্ঞানের প্রতি তার ঝোঁক রয়েছে। আগামীতে চিকিৎসক হতে চায় অনুব্রত। তারজন্য এখন থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। বাবা অরবিন্দ ঘোষ বলেন, ছেলেরা এমন সাফল্য আমি খুব খুশি, নিজের ছেলেকে নিয়মিত পড়াশোনার গাইড করতাম। যেহেতু আমি একজন শিক্ষক ছেলেকে নিয়মিত নজর দিতাম পড়াশোনায়। আগামীতে ছেলের ইচ্ছে রয়েছে চিকিৎসা হওয়ার। আমি চাই ওর স্বপ্ন পূরণ হোক।
হরষিত সিংহ