দুর্গা পুজোয় এবার মালদহ জেলার পদ্ম ফুল পর্যাপ্ত পরিমাণে মিলবে না, এমনটাই দাবি জেলার ফুল বিক্রেতাদের। এখন থেকেই বাইরে থেকে পদ্ম আমদানি হচ্ছে মালদহের বাজারে। মালদহ জেলার হবিবপুর, বামোনগোলা, গাজোল ও পুরাতন মালদহ ব্লকে মূলত পদ্ম ফুলের পুকুর দেখা যায়। একসময় এই অঞ্চলের অধিকাংশ কুকুরে পদ্ম চাষ দেখা যেত। তবে বর্তমানে পুকুর গুলিতে মাছ চাষের চাহিদা বেড়েছে। তাই পুকুর মালিকেরা পদ্মের গাছ পরিষ্কার করে মাছ চাষ শুরু করেছেন।
advertisement
আরও পড়ুনঃ থামছেই না গঙ্গা ভাঙন! চোখের সামনে তলিয়ে গেল বসত ভিটে, মন্দির
তার জেরে পদ্মের পুকুরের সংখ্যা কমে গিয়েছে। তবে এই বছর মালদহ জেলায় বৃষ্টিপাত হয়নি, পুকুরে জল না হওয়াই পদ্মের গাছ বৃদ্ধি পাচ্ছে না। উল্টে শরতের মরশুমে পুকুরেই পদ্মের পাতা শুকিয়ে যাচ্ছে। ফুলের দেখা মিলছে না। লোকসানের মুখে পড়েছেন পদ্মচাষীরা। এমনকি বিক্রেতাও সমস্যায় পড়েছেন। অন্যান্য বছর এই সময় জেলার পদ্মফুল বাজারে মিলতো। স্থানীয় পদ্মফুল ও পদ্মপাতা বিক্রি করে লাভের পরিমাণ বেশি থাকে। আমদানি করা পদ্মফুল বেশি দামে কিনতে হয়, এমনকি অধিকাংশ ফুল নষ্ট হয়ে যায় দ্রুত।
আরও পড়ুনঃ পঞ্চায়েত প্রধানের বাড়ির অদূরে মাটির তলা থেকে বোমা উদ্ধার
এতে লাভ কম। তাই চলতি মৌসুমে বৃষ্টিপাতের অভাবে জেলায় পদ্মফুল পর্যাপ্ত পরিমাণে না ফুটায় কিছুটা হলেও সমস্যায় পড়েছেন ফুল বিক্রেতারাও। বর্তমানে মালদা জেলায় দুর্গাপূজার মরশুমে পদ্ম ফুলের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে দিনের পর দিন পদ্ম চাষের পরিমাণ কমে আসছে। এমন পরিস্থিতিতে আমদানি করা পদ্মের ওপরই নির্ভরশীল হয়ে উঠছে মালদা জেলা। চলতি মরশুমে বৃষ্টিপাত কম। যে সমস্ত পুকুরগুলিতে পদ্মের চাষ হয় সেগুলিতে ফুল একেবারেই ফোটেনি।
Harashit Singha





