Malda: পঞ্চায়েত প্রধানের বাড়ির অদূরে মাটির তলা থেকে বোমা উদ্ধার
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূরে বোমা উদ্ধার। রেল লাইনের ধারে দুটি জারে করে মাটির তলায় পোঁতা ছিল বোমা গুলি।
#মালদহ : পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূরে বোমা উদ্ধার। রেল লাইনের ধারে দুটি জারে করে মাটির তলায় পোঁতা ছিল বোমা গুলি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের পুখুরিয়া থানার কুমারগঞ্জ এলাকায়। মঙ্গলবার বোমস্কোয়াডের পক্ষ থেকে নিষ্ক্রিয় করা হয় বোমা গুলি। মালদহের পুখুরিয়া থানার শ্রীপুর- ২ নম্বর পঞ্চায়েত তৃণমূলের দখলে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূরে বোমা গুলি উদ্ধারের ঘটনায় রহস্যের দানা বেঁধেছে। তবে কে বা কারা বোমা গুলি মজুত করে রেখেছিল এখনো জানা যায়নি।
advertisement
কুমারগঞ্জ গ্রামে রেল লাইন সংলগ্ন ফাঁকা জমি থেকে উদ্ধার হয়। সেখান থেকে দুই জার ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। মাটির নিচে পোতা ছিল বোমা ভর্তি জারগুলি। প্রথমে স্থানীয় বাসিন্দারা মাটির নীচে সন্দেহজনক অবস্থায় জার দুটি দেখতে পায়। সন্দেহ হওয়াই খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মাটি খুঁড়ে উদ্ধার করে বোমা ভর্তি জার।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খবর প্রায় ৪০টি বোমা উদ্ধার হয়েছে। বোমা গুলি নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল স্কোয়াড। মঙ্গলবার দুপুর থেকে শুরু হয় বোমা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া। স্থানীয় রেল লাইনের ধারে নিরিবিলি পরিবেশে পুলিশ ও বোমা স্কোয়াডের সদস্যরা। একে একে ৪০ টি তাজা বোমা নিষ্ক্রিয় করা হয়। এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে এলাকা জুড়ে। এতগুলি তাজা বোমা কে বা কারা মজুত করেছিল।
advertisement
কি উদ্দেশ্যে সেখানে মাটির নীচে বোমা লুকিয়ে রাখা ছিল। তাই এখনো জানা যায়নি।তবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখনো কাউকে গ্রেফতার বা আটক করেনি পুলিশ। যদিও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এর আগেও জেলার বিভিন্ন এলাকা থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। মাঝে মাঝেই জেলায় বোমা উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠছে জেলার আইনশৃঙ্খলা নিয়ে।
advertisement
Harashit Singha
view commentsLocation :
First Published :
September 06, 2022 6:19 PM IST

