Malda: তিন কিলোমিটার রাস্তা দীর্ঘ দিন ধরেই বেহাল! চরম সমস্যায় গ্রামবাসীরা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বেহাল অবস্থা রাস্তার, দেখলে মনে হবে কোন ছোট-খাটো জলাশয় বা চাষের জমি। এই রাস্তা দিয়েই যাতাযাত কয়েক হাজার বাসিন্দাদের।
#মালদহ : বেহাল অবস্থা রাস্তার, দেখলে মনে হবে কোন ছোট-খাটো জলাশয় বা চাষের জমি। এই রাস্তা দিয়েই যাতাযাত কয়েক হাজার বাসিন্দাদের। বর্ষার সময় এই রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা। বারবার বলার পরেও হয়নি সংস্কার। ক্ষুদ্ধ এলাকার বাসিন্দারা। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত সুলতান নগর পঞ্চায়েতের নানারাই গ্রামের নানারাই থেকে হাজীপুর, রাধিকাপুর হয়ে বিহার যাওয়ার রাস্তার অবস্থার বেহাল দশা।
advertisement
এতটাই খারাপ রাস্তার অবস্থা প্রায় হাঁটু সমান কাদা জল জমে থাকছে সব সময়। চলাচলের অযোগ্য রাস্তা। বাইক বা সাইকেল নিয়ে যেতে গিয়ে পড়ে যাচ্ছে মানুষজন। ওই রাস্তা দিয়ে স্কুল যেতে সমস্যার মুখে পড়ছে এলাকার খুদে পড়ুয়ারা। এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে আরো বিপাকে পড়তে হচ্ছে। কারণ রাস্তা দিয়ে আসতে চাইছে না অ্যাম্বুলেন্স। ফলে অসুস্থ রোগীকে খাটে করে নিয়ে রাস্তা পার করতে হচ্ছে।বহু বছর ধরে এরকম অবস্থা রাস্তার।
advertisement
এদিকে ২০১৮ সাল থেকে সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতায় রয়েছে শাসকদল। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েছে গ্রামবাসীরা। পঞ্চায়েত ভোটের আগে রাস্তা মেরামতির আশ্বাস দেন স্থানীয় জন প্রতিনিধিরা। ভোট পেরিয়ে গেলে রাস্তা আর মেরামতি হয়নি।
advertisement
এমনকি গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধানকে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় না, বলে তিনি রাস্তা ঠিক করার ব্যাপারে কর্ণপাত করছেন না। হরিশ্চন্দ্রপুর ২ বিডিও বিজয় গিরি বলেন আমরা শুনেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি। খোঁজখবর নিয়ে সেই রাস্তার কাজ দ্রুত করা হবে।
advertisement
Harashit Singha
view commentsLocation :
First Published :
September 05, 2022 9:19 PM IST
