মৎস্যজীবীরা এই ঋণ নিতে হলে সরাসরি ব্লক স্তরের মৎস্য দফতরে আবেদন করবেন। মৎস্য দফতরের মাধ্যমেই ঋণ পাবেন মৎস্যজীবীরা।মালদহ জেলা মৎস্য দফতর সূত্রে জানা গেছে, মৎস্যজীবী ক্রেডিট কার্ড এর মাধ্যমে মৎস্যজীবীরা সর্বোচ্চ দুই থেকে তিন লক্ষ টাকা ঋণ নিতে পারবেন। এই ঋণের সুদের হার খুব কম। মাত্র সাত শতাংশ সুদ দিতে হবে ব্যাংকে। এক বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হবে মৎস্যজীবীদের।
advertisement
আরও পড়ুন: অ্যাডিনোভাইরাস মোকাবিলায় ১০ দফা নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের! কী আছে তাতে? দেখুন...
যদি কোন মৎস্যজীবী সময়ের মধ্যে তার ঋণ পরিশোধ করেন তাহলে তাঁকে ব্যাংকের পক্ষ থেকে দুই থেকে তিন শতাংশ সুদে ছাড় দেওয়া হবে।কিভাবে আবেদন করবেন মৎস্যজীবীরা এই ঋণের জন্য? এরই নিতে গেলে মৎস্যজীবীদের ক্রেডিট কার্ডের মাধ্যমে মৎস্য দফতরে আবেদন করতে হবে। মৎস্য দফতরে আবেদনপত্র পাওয়া যায়। সেই আবেদন পত্র পূরণ করে সঙ্গে উপভোক্তাদের দিতে হবে ক্রেডিট কার্ড ও ব্যাংক একাউন্টের ফটোকপি।
আরও পড়ুন: ২.৩ লক্ষ কোটি টাকার হিসেব মামলা, বামেদের দিকে আঙুল উঠল হাইকোর্টে
মৎস্য দফতরের পক্ষ থেকে সেই আবেদনপত্র ভেরিফাই করা হবে। সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হবে আবেদন পত্র। মৎস্য দফতরের ছাড়পত্র মিললেই মৎস্যজীবীরা সরাসরি ব্যাংক থেকে ঋণ পেয়ে যাবেন। মৎস্যজীবীদের আর্থিক উন্নয়ন এবং মৎস্য চাষে আরও উন্নত করতে সরকারের এই উদ্যোগ।
-----হরষিত সিংহ