সোমবার কৃষ্ণনগর গ্রামের এক যুবককে সন্দেহ করেন গ্রামের বাসিন্দারা। ভরত মন্ডল এলাকায় মাদক বিক্রি করছে এমনই অভিযোগ ওঠে। এদিন স্থানীয় গ্রামের বাসিন্দারা তার কাছ থেকে কিছু মাদক উদ্ধার করে। তারপরেই বিক্রেতা সন্দেহে মারধর শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অভিযুক্ত যুবকের মা। চোখের সামনে ছেলেকে মারধোর করছে দেখে উদ্ধারের জন্য ছুটে যান বৃদ্ধা। অভিযুক্ত যুবকের স্ত্রী ও ঘটনাস্থলে ছুটে আসে।
advertisement
আরও পড়ুনঃ চালের উপর জিএসটি বসানোর প্রতিবাদে আন্দোলনে বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশন
ছেলেকে উদ্ধার করতে গিয়ে ক্ষিপ্ত জনতার গণপিটুনির রোষের মুখে পড়তে হয় অভিযুক্ত যুবকের বৃদ্ধা মাকে। এমনকি স্বামী ও শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হতে হয় অভিযুক্ত যুবকের স্ত্রীকেও। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ। ক্ষিপ্ত জনতার হাত থেকে পুলিশ ওই তিনজনকে উদ্ধার করে। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় ওই তিনজনকে ভর্তি করানো হয়েছে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে।
আরও পড়ুনঃ মালদহে ফের মৃত ১, বাড়ছে করোনা রোগীর সংখ্যা!
যদিও অভিযুক্ত যুবকের পরিবারে লোকেদের দাবি, মাদক সেবন করে অভিযুক্ত ভরত মন্ডল। তবে মাদক কারবারীর সাথে যুক্ত নয়। সন্দেহের বসে স্থানীয় বাসিন্দারা তাকে মারধর করেছে। বর্তমানে তিনজনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Harashit Singha