Malda: মালদহে ফের মৃত ১, বাড়ছে করোনা রোগীর সংখ্যা!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ফের করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার ভরে মালদাহ মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল এক মহিলা রোগীর।
#মালদহ : ফের করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার ভরে মালদাহ মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল এক মহিলা রোগীর। এদিকে ফের একদিনে ১০০ ছাড়ানো করোনা সংক্রমণ। বৃহস্পতিবার নতুন করে মালদহ জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২৩ জন। জেলায় আক্রান্তের হার ব্যাপকহারে বৃদ্ধি পেতে শুরু করেছে। এদিন ৪৮ শতাংশ করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে মালদহ জেলায় ফের করোনা সংক্রমণ ব্যাপক হারে বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। অপরদিকে সাধারণ মানুষকে সচেতন করতে ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে জেলা সাস্ব্য দফতর ও জেলা প্রশাসন। করোনা থেকে সতর্ক থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যকর্তারা। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, করোনায় আক্রান্ত মৃত রোগীর বাড়ি ইংরেজবাজারের বাগবাড়ি এলাকায়। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। গত ৬ জুলাই জ্বরের উপসর্গ দেখা দেওয়ায় পরিবারের লোকেরা তাকে মালদহ শহরের একটি নার্সিংহোমে ভর্তি করে। সেখানে তিনদিন চিকিৎসা চলে।
শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের লোকেরা তাকে মালদাও মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। সেখানেই করোনা সংক্রমণ ধরা পড়ে মহিলার। বেশ কয়েকদিন ধরেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোর নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মহিলার। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মালদহ মেডিকেলের করোনা ওয়ার্ডে দুইজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
advertisement
advertisement
বৃহস্পতিবার নতুন করে মালদহ জেলায় মোট ১২৩ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। চলতি মাসের গত সপ্তাহ ধরেই জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত দুই সপ্তাহে মালদা জেলায় মোট করোনা সংক্রমণ হয়েছেন প্রায় দুই শতাধিক। বৃহস্পতিবার এক দিনেই শতাধিক করোনা সংক্রমণ ধরা পড়ায় চিন্তিত জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল পার্থপ্রতি মুখোপাধ্যায় বলেন, করানো ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন শতাধিক।
advertisement
আরও পড়ুনঃ বাস টার্মিনাস না থাকায় রাস্তার উপরে দাঁড়াচ্ছে বিভিন্ন রুটের বাস, বাড়ছে যানজট!
এমন অবস্থায় সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দেন। তিনি বলেন, মালদহ জেলায় আবারো করোনা সংক্রমণ উর্ধ্বমুখী। এমন অবস্থায় সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। সকলকেই ভ্যাকসিন নেওয়া প্রয়োজন। এখনো যারা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ও বুস্টার ডোজ নেননি। তারা যেন দ্রুত ভ্যাকসিন নিয়ে নেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সকলকে।
advertisement
Harashit Singha
Location :
First Published :
July 14, 2022 6:45 PM IST