TRENDING:

Kanyashree | Viral: কন্যাশ্রীর টাকা পেলেন মাছ বিক্রেতা! ছাত্রীর অ্যাকাউন্ট ফাঁকা! অবাক কাণ্ড মালদহে

Last Updated:

Kanyashree | Viral : অবাক কাণ্ড মালদহে! কার টাকা কে পেল? জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ:   কন্যাশ্রীর টাকা পেলেন মাছ বিক্রেতা। এদিকে প্রাপ্য টাকা থেকে বঞ্চিত প্রকৃত কন্যাশ্রী। প্রকৃত উপভোক্তা টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার মাছ বিক্রেতার। ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায়। নিজের প্রাপ্য টাকা ফেরত পেতে প্রশাসনের দারস্থ স্কুল ছাত্রী। পুলিশ থানা এবং ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের ছাত্রীর। অভিযোগ পেতেই হতবাক বিডিও। এই ধরণের ভুল কীভাবে হল বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।
advertisement

নিজের প্রাপ্য কন্যাশ্রী টাকার দাবিতে সরব হয়েছে ওই ছাত্রী।মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের হরদমনগরের বাসিন্দা রিকিতা চৌধুরী। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। দৌলতপুর হাই স্কুলের ছাত্রী।বাবা অনাদি চৌধুরী কৃষিকাজ করেন। দিন আনে দিন খাওয়া পরিবার। কন্যাশ্রী প্রকল্পের টাকার জন্য আবেদন করেছিল রিকিতা। স্থানীয় একটি ব্যাংকের শাখাতে অ্যাকাউন্ট রয়েছে তার। কিন্তু কন্যাশ্রীর ২৫ হাজার টাকা তার একাউন্টে না ঢুকে সেই টাকা তালসুর গ্রামের বাসিন্দা মাছ বিক্রেতা দেবেন মহালদারের অ্যাকাউন্টে ঢোকে।

advertisement

আরও পড়ুন: সুখের দিন শেষ! বাদাম কাকু ভুবন বাদ্যকরের জীবনে বড় বদল! জানুন

অভিযোগকারী ছাত্রী রিকিতা চৌধুরী বলেন, কন্যাশ্রী টাকা একজন ছেলের অ্যাকাউন্টে কি ভাবে ঢুকে গেল। সেটা নিয়ে যাতে তদন্ত করা হয় সেই জন্য অভিযোগ জানিয়েছি। আমি আমার হকের টাকার দাবি করছি।ঘটনা জানতে পারার পর দেবেন মহালদারের সঙ্গে যোগাযোগ করে রিকিতার পরিবার। প্রথমে তিনি টাকা ফেরত দিয়ে দিতে চাইলেও পরবর্তীতে টাকা দিচ্ছেন না বলে অভিযোগ। তারপরে ব্লক প্রশাসন এবং পুলিশের দারস্থ হয়েছে রিকিতা। এই মর্মে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । এক জনের কন্যাশ্রী টাকা কি ভাবে অন্যজনের অ্যাকাউন্টে গেল তা নিয়ে উঠেছে প্রশ্ন।

advertisement

রিকিতার স্বপ্ন উচ্চ মাধ্যমিক পাশ করার পর নার্সিং ট্রেনিংয়ে যাওয়ার। সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে কন্যাশ্রীর ২৫ হাজার টাকা বড় ভরসা।কখন তাদের প্রাপ্য টাকা তারা পাবে সেই অপেক্ষায় বসে রয়েছে রিকিতা এবং তার পরিবার।রিকিতার বাবা অনাদি চৌধুরী বলেন, আমি কৃষি কাজ করি।পরিবারে তিন সন্তান। গরিব মানুষ আমরা। আমার মেয়ের টাকাটা যাতে আমার মেয়ে পাই আমি সেটাই দাবি করছি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/মালদহ/
Kanyashree | Viral: কন্যাশ্রীর টাকা পেলেন মাছ বিক্রেতা! ছাত্রীর অ্যাকাউন্ট ফাঁকা! অবাক কাণ্ড মালদহে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল